পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । শাক্যসিংহের রামপুত্র রুদ্রকের নিকট গমন-শিয্যলাভ-রাজ গৃ ত্যাগ করিয়া গয়ায় গমনকৰ্ত্তবাচিস্তা—জ্ঞানসোপান-উরুবিপ্লগমন—তাৎকালিক ধৰ্ম্মভাব বর্ণন । শাক্যসিংহ যখন মগধস্থ পাণ্ডবশৈলের গুছায় বাস করেন, সেই সময়ে রামপুত্ররুদ্রক নামা জনৈক সংঘপতি পরিব্রাজক রাজগৃহ-নগরে আগমন করিয়াছিলেন । ইছার সঙ্গে সাত শত শিষ্য ছিল । কন্দ্রক সাত শত শিষ্যের নেতা ও ধৰ্ম্মেপিদেষ্ট । শাক্যসিংহ শুনিলেন, রুদ্রক নাম জনৈক বহুমানাস্পদ পণ্ডিত ও পূজিত আচার্য্য-রাজগৃহ নগরে অসিয়া বাস করিতেছেন, এবং তিনি সপ্ত শত শিষ্যের জ্ঞান গুরু। একদা রুদ্রকের সহিত শাক্যমুনির সাক্ষাৎ ঘটনা হইলে শাক্যমুনি মনে করিলেন, “অহমস্তাত্তি কমুপসংক্রম্য ব্ৰততপমারভেয়ম " আমি ইহার নিকটে থাকিয়া ব্ৰত তপ ও সমাধি প্রভৃতি করিব। অনুমান হয়, ইনি আম! অপেক্ষ বিশিষ্টজ্ঞানী নহেন ; তথাপি আমি ইহার শিষ্য হইয়া ইহার জ্ঞান ও সমাধি প্রত্যক্ষ করিব । এতদ্বিজ্ঞাত সংস্কৃত সমাধির অসারতা প্রদর্শন করিব। এবং নিজ সমাধির গুণবিশেষ উদ্ভাবন করিবার চেষ্টা করিব * । এইরূপ চিন্তা করিয়া ভগবান শাক্যসিংহ পরিব্রাজকাচার্য রামপুত্র রুদ্রকের শিষ্য হইলেন। একদা শাক্যসিংহ রুদ্র ককে জিজ্ঞাসা করিলেন, ‘ আপনার উপদেষ্ট কে ? এবং আপনি কিরূপ ধৰ্ম্ম জ্ঞাত আছেন ?” রুদ্রক বলিলেন, “আমি স্বয়ংশিক্ষিত ও স্বয়ংজ্ঞাত ।” শাক্যমুনি পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিলেন, “আপনি কিরূপ ধৰ্ম্ম জ্ঞাত আছেন ।” রুদ্রক বলিলেন, “নৈৰসংজ্ঞান” ও “অসংজ্ঞায়তন” “নামক সমাধির উপায় জ্ঞাত আছি !” শাক্যমুনি বলিলেন, “আমি তাহা আপনার নিকট লাভ করিতে ইচ্ছুক।” রুদ্রক বলিলেন, “তাহাই হউক, তাহাই লাভ কর।” • “রুদ্রকষ্ঠ রামপুত্রস্ত সকশ মুপসংক্রম্যান্ত সমাধিগুণবিশেষাদ্ভাবনাৰ্থং শিষ্যত্ব মভূপগম্য সংস্কৃতসমাধানাং অসারতামুপদর্শয়েয় ।" ইত্যাদি ললিতবিস্তুর ১৭ অধ্যায় দেখ ।