পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मबम ब्रिट्क्लङ्ग । ०२१ সারথিগুয়ে, তথা হইতে গঙ্গানদীতীরে উপনীত হইলেন । গঙ্গা এখন পূর্ণবস্থায় প্রবাহিত হইতেছেন । বুদ্ধদেব পারগমনার্থ পারঘাটে উপস্থিত ইলে, মাৰিক পার-পণ্য চাহিল। বুদ্ধদেব পার-পণ্য নাই, এই ৰলিয়া নাবিকের অধীনতা ত্যাগ করিয়া ৰোগৰলৈ উডীয়মান পক্ষীর স্থায় আকাশ পথে গঙ্গা নদী উত্তরণ করিলেন। নাবিক তাহার সেই অদৃষ্টপূৰ্ব্ব অশ্রুতপূৰ্ব্ব অস্তুত কাৰ্য্য 'প্রত্যক্ষ করিয়া হতজ্ঞান হইল এবং তদ্যুত্তান্ত রাজা বিম্বিসারকে বিজ্ঞাপিত করিল। বিম্বিসার পূৰ্ব্ব হইত্তেষ্ট তথাগতকে জানিতেন, এক্ষণে তিনি তাহার সেই অলৌকিক কাৰ্য্য শ্রবণে তত অধিক বিস্থিত হইলেন না। অতঃপর সেই দিবসেই ভবিষ্যতের জন্ত বিম্বিসার কর্তৃক ধতি ও সন্ন্যাপিগণের নিকট হইতে নাবিকগণের পারপণ্য গ্রহণ করা নিষিদ্ধ হইল । বুদ্ধদেব কথিত প্রকারে গঙ্গা নদী পার হইয়া, গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ, জনপদের পর জনপদ অতিক্রম করিয়া বারাণসী নগরী প্রাপ্ত হইলেন । মধ্যাহ্ন আগত দেখিয়া নগরের বাহিরে স্নানরুত্য সমাপন পূৰ্ব্বক ভিক্ষার্থ নগরপ্রবেশ করিলেন । ভিক্ষান্ন ভোজনের পর কিয়ংকাল বিশ্রাম করিয়া ঋষিপতম মৃগদায় অভিমুখে যাত্রা করিলেন। যে স্থানে তাহার পূৰ্ব্বশিষ্যেরা বসতি করিতে ছিল, সেই স্থান নিকট হইলে, দূর হইতে র্তাহার সেই পাঁচ জন পূৰ্ব্বশিষ্য তাহাকে দেখিতে পাইল । দেখিয়া পরস্পর বলাবলি করিতে লাগিল, দেখ দেখ ! ঐ সেই ঔদরিক যোগী আদিতেছে। এই ব্যক্তি পূৰ্ব্বে অতি কঠোর তপস্ত করিয়াও মমুম্বাধৰ্ম্মের উত্তরবর্তী জ্ঞান বিশেষ সাক্ষাৎকার করিতে সমর্থ হয় নাই । এ ব্যক্তি ভ্ৰষ্ট, ঔদরিক ও আড়ম্বরপ্রিয়। অনুমান হয়, এ আমাদের এখানে থাকিতে চাহিবে । যাহাই হউক, আর আমরা ইহাকে আদর করিব না। এ নিকটে আসিলেও আমরা প্রত্যুদগমন করিব না। সেই পঞ্চজনের মধ্যে যাহার নাম জ্ঞাতকেীfগুষ্ঠ, কেবল তিনি উক্ত ব্যবহারে সন্মত হইলেন না, অম্ভ চারি জন কথিত ব্যবহার মনোনীত করিলেন। আশ্চর্য্যের বিষয় এই যে, ভগবান, তথাগত যেই তাঁহাদের নিকট ও সন্মুখীন হইলেন, অমনি তঁাচার মুগ্ধপ্রায় হইলেন। কে যেন তাহাদিগকে বলপূৰ্ব্বক উঠাইয়া দিল, কিছুতেই তাহার স্থির থাকিতে পরিলেন না । তাহারা যেন অবশ হইয় প্রত্যুদগমন ও যখযোগ্য সম্মান ও সপৰ্য্যা করিতে প্রবৃত্ত হইলেন । বুদ্ধদেব আসন পরিগ্রহ .করিলে,ওঁছাদের মধ্যে নানা প্রকার সন্মোদনী ও সংরঞ্জনী কথা হইতে লাগিল।