পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুদ্ধদেব । وتفي ج কর্তৃক আহত হইয়া শ্রাবস্তীতে গমন করেন। শ্রাবস্তী অতি পুরাতন প্রসিদ্ধ নগর, কাশীর উত্তর পশ্চিম অনুমি ৪০ ক্রোশ দূরে অবস্থিত। এই স্থানে থাকিয়৷ তিনি শিষ্যদিগকে বৌদ্ধ ধৰ্ম্মের মূলগ্নস্থ ত্ৰিপেটকের প্রতিপাদ্য সকল উপদেশ করেন । এই স্থানে রাহুলকে ভিক্ষুপদ প্রদত্ত হয়। রাহুলের বয়স এখন অষ্টাদশ বর্ষ। বুদ্ধদেব এই স্থানে থাকিয়া রাহুলকে যে গভীর উপদেশ প্রদান করিয়া ছিলেন, সে সকল এখন রাহুলস্থত্র নামে প্রসিদ্ধ । বুদ্ধ যখন শ্রাবস্তী হইতে বৈশালীর মহাবনে বিহারার্থ গমন করেন, তখন উগ্ৰসেন নামক জনৈক প্রসিদ্ধ যাদুকর তাহার বক্তৃতায় মুগ্ধ হইয়া নিজধৰ্ম্ম ত্যাগ করিয়াছিল । শাক্যসিংহ কৌশাম্বীতে থাকিয়া শুনিলেন, পিতা অত্যস্ত পীড়িত । পিতার পীড়ার সংবাদ শুনিয়া পুনৰ্ব্বার কপিলবস্তু নগরে আসিলেন। আসিয়:দেখিলেন, পিত। মুমূর্য, তিনি শোকে, তাপে ও বাদ্ধক্যে জীর্ণ হইয়াছেন । পুত্রকে সন্মুখাগত দেখিয়া বৃদ্ধ রাজার মনে যৎকিঞ্চিৎ আনন্দবিকার জন্মিল। পর দিবস । তিনি পুত্রমুখনিরীক্ষণ পূৰ্ব্বক কলেবর পরিত্যাগ করিলেন । বুদ্ধ স্বয়ং পিতার অস্তুেষ্টিকার্য্য নিৰ্ব্বাহ করিয়াছিলেন । এত দিন পরে আজ রাজা গুদ্ধোদনের মৃত্যুতে শাক্যরাজ্য উচ্ছেদ দশা প্রাপ্ত হইল। ইতিপূৰ্ব্বে গৃহের সমুদার যুবা ও বালক বুদ্ধের উপদেশে সন্ন্যাসী হইয়া চলিয়া গিয়াছে, কেবল রাজা একমাত্র বিদ্যমান ছিলেন, তিনিও আজ ইহলোক ত্যাগ করিলেন । কিছু দিন পূৰ্ব্বে যে কপিলবস্তুর শোভাসমৃদ্ধির পরিসীমা ছিলনা, সেই কপিলবস্ত আজ শোকাচ্ছন্ন ও নারীবৃন্দের আর্ভরবে পরিপূর্ণ হইয়া শ্মশানতুল্য আকার ধারণ করিল। রাজার মৃত্যুতে আজ রাজপরিবারস্থ নারীগণ নিতান্ত অসহায় হইল। তাৰ দেখিয়া ধুদ্ধ তাহাদিগকে মহাবনবিহারে লইয়। গেলেন । গৌতমী, গোপী ও । অন্যান্ত রমণীগণ সেই সঙ্গে গমন করিলেন। প্ৰভু ধৰ্ম্মরাজ গৌতম এই সকল নারীর সতীত্ব, ব্রহ্মচৰ্য্য ও পবিত্রত রক্ষার জন্ত সবিশেষ চিস্তিত হইলেন । পরিশেষে, ইচ্ছ না থাকিলেও, প্রিয়তম আনন্দের অনুরোধে ইহাদিগকে লইয়া এক লঙ্ক্যাসিনী দল স্থাপন করিলেন । শুদ্ধমতী গোপী এই দলের অভিনেত্রী পদে অভিষিক্ত হইলেন। বুদ্ধদেব মধ্যে মধ্যে এক থাকিতে ভাল বাসিতেন, সঙ্গ ত্যাগ করিয়া বিজন বনে যাইতেন, এবং অপার সমাধিসাগরে নিমগ্ন থাকিতেন, সম্প্রতি বৰ্তমান ঘটনার পর, বৈরাগিনীদল মহাবনবিহারে রাখিয়া, কৌশাম্বীর মুকুল পৰ্ব্বতে সমাধি সাধনার্থ প্রস্থান করিলেন,