পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধজুৰ্ব্বেদ । 8鲨 গুণহীলং গুণাক্রান্তং বাস্তুদোষসমন্বিতম্। গলগ্রস্থিন কর্তব্য৷ তলমধ্যে তথৈব চ।” ( दू, नीं । অতিজীর্ণ, অপক জ্ঞাতিস্কৃষ্ট বঁাশের ধষ্ণুক ভাল নহে । বাহিরেই হউক, আর অভ্যস্তরেই হউক, আর হস্ত স্থানেই হউক, তাহা দগ্ধ কি ছিদ্রিত থাকিবে না । ধনুক’কে গুণহীন বা গুণাক্রান্ত করিবেক না । বাস্তুদোষ বা কাওদোষ না থাকে, গলগ্রস্থি ও তলগ্রন্থি রাখাও কৰ্ত্তব্য নহে। ..”ཝ་”རྨ་ ভঙ্গমায়াতি অতিজীর্ণস্তু কৰ্কশম্। জ্ঞাতিভূষ্টস্ত সোদ্বেগং কলহো বান্ধবৈঃ সহ ॥ দগ্ধেন দহতে বেশ্ম ছিদ্রং যুদ্ধবিনাশনম্। বাহে লক্ষ্যং ন লভ্যেত তথৈবাভ্যস্তরেইপি চ | হীন তু সন্ধিতে বাণে সংগ্রামে ভঙ্গকারকম্। আক্রাস্তে তু পুনঃ কাপি ন লক্ষ্যং প্রাপ্যতে দৃঢ়ম্ ॥” “গলগ্রন্থি তলগ্রন্থি ধনহানিকরং ধনুঃ। এভিদেষৈৰ্ব্বিনিমুক্তং সৰ্ব্বকার্যকরং স্মৃতম্।” (বৃ, শাঙ্গ । অপঙ্ক বঁশের ধনুক ভাঙ্গিয়া যায় । অতিপক্ক বঁাশের ধনুক কৰ্কশ হয় অর্থাৎ তাহার উপযুক্ত স্থিতিস্থাপক গুণ থাকে না । জ্ঞাতিভূষ্ট অর্থাৎ বাহ অন্ত বাশের দ্বারা ঘৃষ্ট হইয়া গিয়াছে, সেরূপ বাঁশের ধনুক উদ্বেগ ও কলহজনক। দগ্ধ ধমুক ধারণে গৃহদাহ হইবার সম্ভাবনা। ছিদ্রিত বা রন্ধযুক্ত বাঁশের ধনুকে যুদ্ধহানি হয়। অর্থাৎ তদ্ধার তুমুল যুদ্ধ করা যায় না। (নীরেট বাশের ধনুকই ভাল। ) বাহহস্ত ও অভ্যস্তরহস্ত ধনুকে লক্ষ্যের ব্যাঘাত হয়। হীন হইলে বাণ সন্ধান কালে ভঙ্গ হুইবার সম্ভাবনা । গুণাক্রাস্ত হইলে লক্ষ্যলাভ হয় না। ধমুকের গলদেশে কি তলস্থানে গাইট থাকিলে ধনহানি হয়। অতএব, যাহাতে এই সকল দোষ নাই—সেই ধনুকই উত্তম ও কাৰ্য্যসাধক হয়। বস্তুতঃ– , “কোমলং বর্ণদৃঢ়তা তয়োগুৰ্ণ উদাহৃত: ” উত্তম রঙার অর্থাৎ স্থপৰ, কোমল অথচ দৃঢ় অর্থাৎ উপযুক্ত স্থিতিস্থাপকশক্তি-বিশিষ্ট হইলেই জ্ঞাছ শাঙ্গ ও বৈশব ধন্থর সদগুণ বলিখা উক্ত হয়।