পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধন্থৰ্ব্বেদ । 戟> "প্রত্যালীঢ়ক-মালীঢ়ং তথা সমপদ্ধং স্মৃতম্। . বিশালং মণ্ডলং চেতি পঞ্চ ধানুক্ষবৃত্তয় ॥” প্রত্যালীঢ়, আলীঢ়, সমপদ, বিশাল বা বিশাখ ও মণ্ডল,— এই পাচ প্রকার ধনুর্যোদ্ধার বৃত্তি অর্থাৎ যুদ্ধাবস্থানের নিয়ম বিশেষ। পরস্তু উক্ত পাচ প্রফার স্থানের লক্ষণ গুলি সমস্তই বর্ণিত হইয়াছে। মুষ্টি । মুষ্টি শব্দের অর্থ “মুট অর্থাৎ ধরিবার নিয়ম বা “কাএদা”। ধন্থযুদ্ধে যেমন দাড়াইবার কাএদু আছে, তেমনি, ধনুক ও বাণ ধরিবারও কাএদা আছে। তন্মধ্যে গুণে অর্থাৎ ধনুকের ছিলায় বাণ স্থাপন করিয়া, তাহ যেরূপ কাএদায় ধরিতে হইবে, সে সমস্তই ধনুৰ্ব্বেদে বর্ণিত আছে। দক্ষিণ হস্তের অঙ্গুলির দ্বার ধনুকের ছিলা ও বাণের পুঙ্খ একযোগে ধৃত করিবার নিয়মের নাম "গুণমুষ্টি’ এবং বাম হস্তে ধনুকের মধ্যভাগ ধারণ করিবার নাম “ধমুমুষ্টি” । এই মুষ্টির লক্ষণ ও নাম এইরূপঃ “পতাকা বজমুষ্টিশ্চ সিংহকর্ণস্তথৈবচ। মৎসরী কাকতুণ্ডী চ যোজনীয়া যথাক্রমম্।” ( 형, *i I ) গুণ মুষ্টি পাঁচ প্রকার। পতাকা মুষ্টি, বজ্র মুষ্টি, সিংহকর্ণ মুষ্টি, মৎসরী মুষ্টি ও কাকতুণ্ডী মুষ্টি । এই সকল মুষ্টি যথাযোগ্য কার্য্যে যোজনা করিবেক । পতাকা মুষ্টি । “দীর্ঘ তু তর্জনী ষত্র আশ্রিতাঙ্গুষ্ঠমূলকম্। পতাকা সা চ বিজ্ঞেয় নলিক দূরমোক্ষণে ॥” যে স্থলে তর্জনীকে বৃদ্ধাঙ্গুলির মূল দেশ অবলম্বন পূর্বক দীর্ঘ বা আয়ত রাখিতে হয়, সে স্থলে তাদৃশ মুষ্টির নাম “পতাকা" । এই পতাকা মুষ্টি নালিকাস্ত্র প্রয়োগ কালে ও দুরনিক্ষেপ কালে বিশেষ উপযোগী। বজ মুষ্টি i “তৰ্জ্জনী মধ্যম। মধ্যমঙ্গুষ্ঠে ৰিশতে যদি । বজ্ৰমুষ্টিস্তু সা জ্ঞেয় স্থলনারাচমোক্ষণে ॥”