পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆఫి ভারত-রহস্ত । অর্থাৎ কেশমূল পর্যন্ত শরাকর্ষণ করিলে তাহার নাম ‘কৈশিক । শৃঙ্গ পর্যন্ত শরাকর্ষণ “সাত্ত্বিক” । শ্রবণে অর্থাৎ কর্ণস্থান পৰ্য্যন্ত আকর্ষণ করিলে, তাহ SBBBBBSS BBB BB BBBB BBB BBS SBBBS BBB BBB স্কন্ধসংলগ্ন আকর্ষণের নাম “স্কন্ধ” । ধনুৰ্ব্বিদগণ এই পাচ প্রকার ব্যয় অর্থাৎ আকর্ষণ প্রণালী বলিয়া গিয়াছেন। আরও বলিয়াছেন, যে চিত্রযুদ্ধকালে কৈশিক ব্যয় আবণ্ঠক । লক্ষ্য যদি অধঃস্থ হয়, তবে সাত্বিক ব্যয় গ্রাহ। তিৰ্য্যকৃ লক্ষ্যস্থলে বৎসকৰ্ণ এবং দৃঢ়-বেধন-কালে “ভরত”। দৃঢ় ভেদন ও দূর পাতন স্থলে “স্কন্ধ” নামক ব্যয় অবলম্বন করিবে । উল্লিখিত প্রকারে আকর্ষণ পূৰ্ব্বক তাহ লক্ষোর উপর পরিত্যাগ করিতে হুইবেক । সুতরাং বাণ পরিত্যাগ সম্বন্ধেও কঞক প্রকার বিধান লিথিত হইয়াছে। বামহস্তে যে ধনুক ধরিতে হইবে এবং দক্ষিণ হস্তের দ্বারা যে বাণের পুঙ্খ অর্থাৎ গোড়াট ধরিতে হইবে, সে সম্বন্ধেও কএক প্রকার উপদেশ আছে। যথা “ ধতুৰ্ব্বেদবিধানেন নাম্য বামকরেণ তৎ । দক্ষিণেন জ্যয় যোজ্য পৃষ্ঠে মধ্যচ গৃহতৎ ॥ বামাঙ্গুষ্ঠং ততুদরে পৃষ্ঠে তু চতুরঙ্গুলীঃ । পুঙ্খমধ্যে জ্যয় যোজ্যং স্বাঙ্গুলোবিবরেণ তু ॥ আকর্ণস্তু সমাকৃষ্য দৃষ্টিং লক্ষ্যে নিবেশু চ | লক্ষ্যাদন্ত শুংস্তু কৃতপুঙ্খং প্রয়োগবিৎ ॥ ধদা মুঞ্চেৎ শরং বিধ্যেৎ কৃতহস্ত যুদেীচ্যতে । এবং বাণাঃ প্রয়োক্তব্য হাত্মা রক্ষ্য প্রযত্নতঃ ” - - (বৈ, ধৰ্ম্ম । ধনুৰ্ব্বেদোক্ত বিধি অনুসারে, বাম হস্তের দ্বারা ধনুক নত করিয়া অর্থাৎ চাপিয়া ধরিয়া, দক্ষিণ হস্তের দ্বারা তাহাতে জ্যা অর্থাৎ গুণ যোজনা করিবেক । অনন্তর ধনুকের পৃষ্ঠদিক অবলম্বন করিয়া মধ্যস্থলট ধারণ করবেক । ধনুকের পৃষ্ঠদেশে ৪টা অঙ্গুল ও তাহার উদরে অর্থাৎ কোলের দিগে বুদ্ধাঙ্গুল দৃঢ় বা নিশ্চলৰূপে থাকিবেক । বাম হস্তের দ্বারা এতদ্রুপ মুষ্টিবন্ধনে ধনুধারণ পূর্বক দক্ষিণ হস্তে শর গ্রহণ করতঃ তাহার পুঙ্খ দেশটা জ্যায় অর্থাৎ ছিলায় বসাইবেক, এবং তাহা এরূপ ভাবে ধরিবেক যে, যেন তাহ অঙ্গুলির অন্তরালে থাকে অর্থাৎ বাণের পুঙ্খ ও মুকের ছিল যেন অঙ্গুলীর মধ্যে থাকিয়া দৃঢ়নিপীড়িত হয়।