পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ভারত-রহস্ত । করিতে পারেন, তিনি বাণচ্ছেদী হন । কৃতাবৰ্ত্ত নামক চিত্রলক্ষ্য অনেক প্রকার বটে ; কিন্তু তন্মধ্যে বরাটিকাৰওঁ নামক প্রক্রিয়াটার লক্ষণ বলা যাইতেছে। “কাষ্ঠং সকেশং সংযম্য তত্ৰ বদ্ধ বরাটিকাম্। হস্তেন ভ্ৰাম্যমাণাঞ্চ যে হস্তি স ধনুৰ্দ্ধরঃ ॥” এক খণ্ড কাষ্ঠের অগ্রভাগে কেশবন্ধন পূৰ্ব্বক তদগ্রে একটা বরাট অর্থাৎ একটা কড়ী বাধিয়া তাহাকে ঘূর্ণিত করিতে থাকিবে। যিনি সেই ঘূর্ণমান কড়িটা বিদ্ধ করিতে পারেন তিনিও উত্তম ধনুধর । অন্ত্যপ্রকার । “লক্ষ্যস্থানে স্তসেৎ কাষ্ঠং সান্দ্রং গোপুচ্ছসন্নিভম্। যচ্ছিন্দ্যাৎ তৎ ক্ষুরপ্রেণ কাষ্ঠচ্ছেদী স জায়তে ॥” লক্ষ্যবিন্তস স্থানে এক খণ্ড গোপুচ্ছাকুতি আৰ্দ্ৰ কাষ্ঠ রাখিবেক । অনন্তর তাহা দূর হইতে ক্ষুরপ্র নামক বাণের দ্বারা ছেদন করিতে শিখিবেক । উক্তবিধ কাষ্ঠ ছেদন করিতে করিতে ক্রমে কাষ্ঠচ্ছেদ হওয়া যায়। যুদ্ধকালে রথাদির ধ্বজদণ্ডাদি চ্ছেদন করা অবিস্ত্যক হয়, তজ্জন্ত এতদ্রুপ অভ্যাস করা শ্রেয়স্কর জানিবে । অন্য প্রকার চিত্ৰবেধিত্ব । “লক্ষ্যে বিন্দুং স্তসেৎ শুভ্রং শুভ্ৰবন্ধুকপুষ্পবৎ । হস্তি তং বিন্দুকং যস্ত চিত্রবেধী স জায়তে ॥” - লক্ষ্যস্থানে বা লক্ষ্যের গাত্রে শ্বেত বাধুলী ফুলের দ্যায় একটা শ্বেতবর্ণ কাষ্ঠ নিৰ্ম্মিত বিন্দু প্রোথিত করিবেক। অনন্তর সেই বিদুটা বিদ্ধ করিতে শিখিবেক । যে ব্যক্তি তাদৃশ বিন্দু বেধ করিতে পারে —সেই ব্যক্তিই চিত্রবেধী হয়। অস্ত্য প্রকার । কাষ্ঠগোলযুগং ক্ষিপ্ৰং দূরমূৰ্দ্ধং পুরঃ স্থিতৈঃ। অসম্প্রাপ্তং শর" পৃষ্ঠেৎ তৎ গোপুচ্ছমুখেন হি ॥ যে হস্তি শরযুগেন শীঘ্রসন্ধানযোগত: | সঃ স্তাৎ ধনুভূতাং শ্রেষ্ঠঃ পূজিতঃ সৰ্ব্বপাধিৰৈঃ ॥ দূরে ও সম্মুখে থাকিয়া এক জন কাষ্ঠনিৰ্ম্মিত দুইটা গোলা প্রক্ষিপ্ত করিবেক । ধনুৰ্দ্ধর সেই দুই গোল নিকটে না আসিতে আসতে গোপুচ্ছাকৃতি বাণ দ্বারা স্পর্শ