পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসি । ༣ ག༽ এতদ্ভিন্ন নিরঙ্গ লৌহও অনেক প্রকার আছে। তাছাদের নাম ও চিহ্ন সকল লৌহার্ণব গ্রন্থে বিবৃত আছে । রোহিণী, পাণ্ড্য ও রুক্স, এই তিন প্রকার মাত্র নিরঙ্গ লৌহ অস্ত্রের উপযুক্ত । রুক্স বা কান্ত লৌহ নিরঙ্গমধ্যপাতী। আজ কাল ইংলিশ লেীহে এ দেশ পরিপূর্ণ হইয়াছে ; তজ্জন্ত আর কেহ কষ্টলভ্য ও বহুমূল্য দেশী লৌহ আহরণ করেন না। এমন কি, এ দেশীয় লোকের প্রায় দেশী লৌহের স্বরূপ, চিহ্ন, গুণাগুণ সমস্তই ভুলিয়া গিয়াছেন । ভারতবর্ষে লৌহের আকর আছে কি না, তাহাও কেহ জ্ঞাত নহেন বা অনুসন্ধান করেন না। করিবারও প্রয়োজন নাই। কারণ, এখন কেবল অলাবুচ্ছেদনের উপযুক্ত বঁটি নিৰ্ম্মাণের জন্ত কিঞ্চিম্মাত্র লৌহের প্রয়োজন হয়—পরন্তু তাহ অল্প মূল্যের মৃৎকল্প ইংলিশ লৌহের দ্বারাই সুসম্পন্ন হইতে পারে। পূৰ্ব্বে এ দেশে ইংলিশ লৌহের আগমন ছিলনা এবং মেষ, মহিষ, হয়, হস্তী, কাষ্ঠযষ্টি, লৌহযষ্টি, ও অস্থি প্রভৃতি বৃহৎ ও সারবান বস্তু-ছেদনের উপযুক্ত অস্ত্রশস্ত্রের প্রয়োজন ছিল । সুতরাং তদুপযুক্ত লৌহেরও প্রয়োজন হইত। প্রয়োজন বুঝিয়া কুশলী পরীক্ষক পুরুষেরাও দেশে দেশে এবং ভারতের ভিন্ন ভিন্ন স্থানে গিয়া লৌহের অনুসন্ধান, ংগ্রহ ও পরীক্ষা করিতেন। এখন আর কিছুই করিতে হয় না, চারিটি পয়স ফেলিয়া দিলেই দিব্যি এক খানি প্রস্তুত বঁটী পাওয়া যায় । ফল, এ সকল প্রসঙ্গাগত কথায় প্রয়োজন নাই, এক্ষণে প্রকৃত কথায় মনোনিবেশ করুন । উল্লিখিত লক্ষণাক্রান্ত কোন এক লৌহের দ্বারা অসি নিৰ্ম্মাণ করিবেক । অসি নিৰ্ম্মাতার যদি নৈপুণ্য না থাকে, তবে উত্তম লৌহ পাইলেও তিনি উত্তম আসি । প্রস্তুত করিতে সমর্থ হইবেন না। কোন লৌহান্ত্র কিরূপ প্রকারে ও কতবার পোড় দিয়া পিটিতে হয়, তাহা জানা আবশ্বক ; পরস্তু পায়ন অর্থাৎ পানের গুণেই তাহার ধার তীক্ষ ও দৃঢ় হয়। এজন্ত শিল্পীকে অগ্রে অস্ত্রের পায়ন কাৰ্য্যে বিশেষ অভিজ্ঞ হইতে হয়। পায়ন কাৰ্য্যটী যদি উত্তম বা সুচারুরূপে সম্পন্ন হয়, তবেই অস্ত্রের উত্তমতা জন্মে, নচেৎ সমস্তই বিফল হয়। পায়ন কার্য্যের পাকটী লিপির দ্বার শিক্ষা করা যায় না । তাহ প্রত্যক্ষ দর্শন ও স্বহস্তে তৎকার্য্য সাধন—এই দুই প্রক্রিয়ার দ্বারাই শিখা যায়, অন্য কোন প্রকারে শিক্ষা করা যায় না। তথাপি, পণ্ডিতেরা পায়নের দ্রব্য ও প্রক্রিয়া গুলি যথাসাধ্য লিখিতে ক্রট করেন নাই । বৃহৎসংহিতাপ্রোক্ত অসির পায়ন, বিধিটা এস্থলে পাঠকবর্গের সুগোচরার্থে উদ্ধৃত করিলাম ।