পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসি । リアや যস্তাত্তঃ পীয়মানং শময়ত্তি নিখিলং ব্যাধিমাধিং সমগ্রাং বৈরিশ্রেণাং* * প্রষদতি গিরিশে বজ্ৰমেতং গজাদি ৷” যাহার অঙ্গে স্থলরেখা, অঙ্গরুচি অতি ঘন ও মন্থণ ধার অতি তীক্ষ ও স্বল্প রক্ত স্পর্শ মাত্রে যাহ। অভ্যন্তর প্রবিষ্ট হয়, যাহার অঙ্গধেীতজল পান করিলে অধিব্যাধি বিনষ্ট হয়, দেবাদিদেব গিরিশ তাহাকে গজবঞ্জ নামে অভিহিত করেন। বিভিন্নদেশীয় অসির গুণাগুণ । আসি সকল দেশে সমান হয় না । ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন লক্ষণাক্রাস্ত অসি উৎপন্ন হয় । পূৰ্ব্বে ভারতবর্ষের যে যে দেশে যে যে প্রকারের অসি নিৰ্ম্মিত হইত, তত্ত্বতের তালিকা এই— “লেীহং প্রধানং খড়গার্থং প্রশস্তং তদ্বিশেষতঃ । খটা খট্রের ঋষিক বঙ্গ শূর্পারকেষু চ | বিদেহেষু তথাঙ্গেষু মধ্যমগ্রামবেদিষু । সহগ্রামেৰু চীনেষু তথা কালঞ্জরেষু চ ॥” অনেক প্রকার লৌহ আছে, পরস্তু তন্মধ্যে যাহা প্রধান অর্থাৎ উৎকৃষ্ট, তাছাই খঙ্গের নিমিত্ত প্রশস্ত । খড়গ নিৰ্ম্মাণের লৌহ ঔষধাৰ্থ লৌহ হইতে স্বতন্ত্র এবং তাহার উৎকৃষ্টতাপকৃষ্টত বিচারও পৃথক। বিশেষতঃ খটী, খট্টের, ঋষিক, বঙ্গ, শূৰ্পারক, বিদেহ, অঙ্গ, মধ্যমগ্রাম, বেদী, সহগ্রাম, চীন, কালঞ্জর, এই সকল স্থানে যাহ উৎপন্ন হয়, তাহ অত্যন্ত প্রশস্ত । খট্ট খটের জাত যে দর্শনীয়াস্তু তে মতাঃ।” খটা ও খট্রের দেশজাত অসি সকল অত্যন্ত মুদৃপ্ত জানিবে। ‘কাল্পচ্ছিদস্তুর্ষিক যে মৰ্ম্মজ্ঞ গুরবস্তৰ ।” ঋষিক দেশ প্রভব অসি শরীরচ্ছেদ করিতে সমর্থ এবং গুরুভারযুক্ত। ঋষিক দেশ হিমালয়ের উত্তরভাগে ছিল। “তীক্ষাচ্ছেদসহ বঙ্গ দৃঢ়াঃ শূর্পার কোস্তবাঃ।” বঙ্গদেশ জাত আসি তীক্ষ ও চ্ছেদ ভেদে পটু এবং শুপারক দেশীয় অসি সমধিক কঠিন । ( লৌহিত্য নদীর পশ্চিমে অঙ্গ দেশের পূৰ্ব্বে বঙ্গদেশ প্রতিষ্ঠিত ছিল । এক্ষণে উহার ব্যতিক্রম হইয়াছে। বর্তমানু দ্বারকার উত্তর পশ্চিম ভাগে শূৰ্পরিক দেশ অবস্থিত ছিল ) ।