পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|c ডাক্তার রামদাস সেন (মুর্শিদাবাদ হিতৈষী হইতে উদ্ধৃত) খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে পূর্ববঙ্গের ইদিলপুর হইতে ব্রজবল্লভ সেন নামে একজন বঙ্গজ কায়স্থ সন্তান না হওয়ায়, মুর্শিদাবাদে গঙ্গাতীরে সস্ত্রীক বাস করিতে আসেন । তখন বাঙ্গাল, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ অতিশয় সমৃদ্ধিশালী নগর ছিল। মুর্শিদাবাদে আসার পর ব্রজবল্লভের তিন পুত্র হয়। র্তাহাদের নাম কৃষ্ণগোবিন্দ, কৃষ্ণকান্ত ও রামকান্ত । মধ্যম কৃষ্ণকান্ত কোলবার্ট সাহেবের ( Mr Colbert ) অধীনে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানিব নিমক মহালের (Salt Board ) দেওয়ানি করিয়া যথেষ্ট সম্পত্তি ও প্রতিপত্তি করিয়াছিলেন । কলিকাতার দুর্গাচৰণ মিত্রের ষ্ট্রীটস্থ তাহার বৃহৎ বাসভবন অদ্যাপি তথায় দেওয়ান-বাটী বলিয়া বিখ্যাত। ২৪ পরগণা—টাকীর স্বপ্রসিদ্ধ রামকান্ত মুলী মহাশয়ের নূতন দল প্রতিষ্ঠার কিছু পূৰ্ব্বে, দেওয়ান কৃষ্ণকান্ত যশোহর-বঙ্গজ-কায়স্থ-সমাজে একটি স্বতন্ত্র ও সমকক্ষ দল স্থাপন করেন। কৃষ্ণকান্ত আশ্রিত ও আত্মীয়গণের প্রতি বিশেষ সদয় ছিলেন । মৃত্যুর পূৰ্ব্বে র্তাহাদিগেব দত্ত অনেকগুলি দলিল নষ্ট করিতে আদেশ দিয়া তিনি অধমণদিগকে ঋণ-দায় হইতে মুক্তি দিয়াছিলেন। র্তাহাব মৃত্যুর পর র্তাহার দুই পত্নী উজ্জ্বলমণি ও তাবামণি এবং জ্যেষ্ঠভ্রাতা কৃষ্ণগোবিন্দ সম্পত্তি অধিকার করেন। উজ্জ্বলমণি তীর্থভ্রমণাদি করিয়া বহু অর্থ য্যর করেন । কৃষ্ণকান্ত ও রামকান্ত উভয়েবই সস্তান ছিল না। কৃষ্ণগোবিন্দ সেনের ছয় পুত্র ও চারি কন্যা । পুত্ৰগণের নাম গুরুদাস, শিবপ্রসাদ, রাধামোহন, মদনমোহন, ভুবনমোহন ও লালমোহন । জ্যেষ্ঠ গুরুদাস উত্তর পশ্চিমাঞ্চলের মৈনপুরী সহরে কোম্পানীর অধীনে একজন উচ্চপদস্থ কৰ্ম্মচারী ছিলেন। সেইজন্য বহরমপুরে তখনকার সাহেব মহলে ইনি দেওয়ান গুরুদাস বলিয়া পবিচিত ছিলেন । , রাধামোহন সেন, তাহার বালক পুত্র চৈতন্যচবণের মৃত্যুতে মনের দুঃখে সংসার-ধৰ্ম্ম ত্যাগ করিয়া, বৈরাগ্য গ্রহণপূর্বক শ্ৰীবৃন্দাবন ধামে বাস করেন । তিনি সেখানে শ্ৰীশ্ৰীবলদেব জীউব সেবা সংস্থাপন কৰিয়াছিলেন এবং পথিক