পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به ایران দিগের ক্লেশ নিবারণার্থ একটি পান্থশালা নিৰ্ম্মাণ ও কয়েকটি কুপ খনন করাইয়াছিলেন। বৃন্দাবনে এখনও লোকে কেবল মাত্র "বাগিচা বাড়ী” বলিলে রাধামোহন বাবুর বাগান-বাড়ী বলিয়া বুঝিতে পারে। তথাকার বৈষ্ণব পণ্ডিতগণ এই বিদ্যোৎসাহী সাধু পুরুষকে “মহাভাগবত” বলিয়া উল্লেখ করিতেন। তিনি সেতার ও মৃদঙ্গ বেশ ভাল বাজাইতে পারিতেন । বৃন্দাবনে ব্ৰজবাসীদিগের বিশ্বাস যে, মৃত্যুর পর পুণ্যবান রাধামোহনের কেীপীন আগুনে পুড়িয় যায় নাই, এবং তাহার প্রতিষ্ঠিত কুপের জল অন্ত জলাশয়ের জল অপেক্ষা স্বস্বাছ । মুর্শিদাবাদ—কাঁদী-রাজবংশের গৌরব ধৰ্ম্মপ্রাণ লালাবাবু শ্ৰীবৃন্দাবনে তাঁহার স্বপ্রসিদ্ধ শ্ৰীকৃষ্ণচন্দ্রের সেবা স্থাপন করার সময় জ্ঞানী রাধামোহনের সহিত পরামর্শ করিয়াছিলেন । রাধামোহনের প্রণীত “পশুপাশ-বিমোক্ষণনামক হস্তলিখিত গ্রন্থ দেখিয় তাহার ভ্রাতুষ্পপুত্র বামদাস সেনের সংস্কৃত বিদ্যামুরাগ এবং পুস্তক রচনা করিবার প্রবৃত্তি জন্মে । ভুবনমোহন সেনের প্রতিষ্ঠিত অতিথি-সেবা, সদাব্রত ও ধরমশালা আজি পৰ্য্যন্তও বহরমপুরে বর্তমান রহিয়াছে । ইহা বঙ্গদেশের ও উত্তর-পশ্চিম প্রদেশের সাধু সন্ন্যাসী ও পৰিকগণের বিশেষ পরিচিত । ("There are three atithisalas, or Alms houses, in the District ; one at Berhampur, founded by the Sen family of that town ; another at Baluchar, founded by Rai Lakshmipat Sing Bahadur ; and the third at Jangipur, supported by the proceeds of certain debottar mahals.”—Hunter's statistical account of Bengal. Vol. IX. Murshirdabad. Page 171.) সৰ্ব্বকনিষ্ঠ লালমোহনের বেশ বিষয়-বুদ্ধি ছিল। তাহার অনেকগুলি সন্তান শৈশবেই মরিয়া যায় ; কেবল মাত্র তাহার তৃতীয় পক্ষের পত্নী শ্ৰীমতী লক্ষ্মীমণির গর্ভজাত রামদাস বহু-দেব-আরাধনার ফলে বাচিয়াছিলেন । আটচল্লিশ বৎসর বয়ঃক্রমে লালমোহন বাৰু তাহার তিন ষৎসরের শিশু পুত্র রামদাসকে রাখিয়া পরলোকগত হন। কিন্তু রামদাসের অভাগিনী বৃদ্ধ জননী অদ্যাবধি জীবিত আছেন। সন ১২৫২ সালের ২৬শে অগ্রহায়ণ বুধবার, বহরমপুরে য়ামদাসের জন্ম হয়। শৈশবাবস্থায় পিতৃহীন হইয়া রামদাস, তাহার জননী এবং পুলিনবিহারী ( মদনমোহন সেনের পুত্র) ও বিশ্বস্তরের