পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয় বৈষ্ণবাচার্য্যবৃন্দের গ্রন্থাবলীর বিবরণ। సిసా কবিকর্ণপুর কর্তৃক কাঞ্চনপল্লীতে কৃষ্ণরায়জীর মুৰ্ত্তি সংস্থাপিত হয়। এই মূৰ্ত্তি দেখিতে অদ্যপি বহু ব্যক্তি তথায় গমন করিয়া থাকেন। অলঙ্কার কৌস্তুভ —অলঙ্কার গ্রন্থ। শ্ৰীকবিকর্ণপূর কর্তৃক বিরচিত। বিষয়—ধ্বনিস্বরূপ ও কাৰ্যস্বরূপ প্রভৃতি কাব্যগত সাধারণ তত্ত্বনির্ণয়, গুণীভূত • ব্যঙ্গাদি নির্ণয়, রসভীবাদি নির্ণয় প্রভৃতি। চারি পরিচ্ছেদে গ্রন্থ সমাপ্তি। গ্রন্থ সংখ্যা অনুন ২••• শ্লোক । টকার নাম কিরণ, টীকা-কর্তা গ্রন্থকার স্বয়ং । চৈতন্যচন্দ্রোদয় ।--নাটক গ্রন্থ। কবিকর্ণপুর কর্তৃক নিৰ্ম্মিত। বিষয়— শ্রীচৈতন্যদেব এবং তৎসহচবগণের লীলা ও মাহাত্ম্যাদি বর্ণন । ১০ দশ পরিচ্ছেদে গ্রন্থ পূর্ণ। ১ম পবিচ্ছেদে—কল্যধৰ্ম্মাভিনয়, ২য় পরিচ্ছেদে—ভক্তিবৈরাগ্যাভিনয়, ৩য় পরিচ্ছেদে—প্রেমমৈত্রী অভিনয়, ৪র্থ পরিচ্ছেদে—শচীদেব্যভিনয়, ৫ম পরিচ্ছেদে—ভগবন্নিত্যাদির অভিনয়, ৬ষ্ঠ পরিচ্ছেদে —মুকুন্দাদ্যভিনয়, ৭ম পরিচ্ছেদে—সাৰ্ব্বভৌম রাজাদাভিনয়, ৮ম পরিচ্ছেদে—শ্ৰীকৃষ্ণচৈতন্ত সাৰ্ব্বভৗমাদাভিনয়, ১ম পরিচ্ছেদে—রাজা রাজমহিষী ঘটিত অভিনয় । পরিচ্ছেদের নাম অঙ্ক ও অভিনয় । গ্রন্থ সংখ্যা—অনুন ৩০ • • । প্রারম্ভ বাক্য— নিধিষ্ণু কুমুদ-পদ্ম-শঙ্খ-মুখোম্ববচিকরে নবভক্তি-চন্দ্ৰকান্তৈর্বিরচিতঃ কলিকোকশোকশঙ্কুর্বিষয়-তমাংসি হিনস্তু গৌরচন্দ্রঃ । নান্দ্যন্তে সুত্রধাব ইত্যাদি । সমাপ্তি বাক্য— আকল্পং কবয়স্তু নাম কবয়ে যুন্মদ্ধিলাসাবলীং, তামেৰাভিনয়ন্তু নৰ্ত্তকগণাঃ শৃণুস্ত পশুস্তু তাং । সন্তে মৎসরতা ত্যজন্তু কুজন সন্তু বস্তু সদ, সন্তু ক্ষেণিভুজে ভবচ্চরণয়োর্ভক্ত: প্রজা পাস্তু চ | ইতি মহামহোৎসবো নাম দশমোহঙ্কঃ । সমাপ্তমিদং চৈতন্যচন্দ্রোদয়নাম নাটকং ॥ ঐগেীরগণোদেশ দীপিকা —খণ্ডকাব্য। কবিকর্ণপুর ইহার প্রণেতা ৮, মনাক্রান্ত প্রভৃতি দীর্ঘচ্ছন্দে গ্রথিত । বিষয়—শ্ৰীগৌরাঙ্গ দেব ও তাস্থার পারিষদবর্গের মহিমা বর্ণন । গ্রন্থ সংখ্যা ২২৪r