পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Хе ঐতিহাৰিক রহস্য । — প্রথম ভাগ । সঙ্গীতশাস্ত্র বেদ-মূলক। ঋষিগণ, দেবতাগণ সকলেই এই সঙ্গীত গান कब्रिरङन । अछांछ भांप्लव्र छांग्र रियूक्tिशत्र जबैौख्लाज्ञ७ शूषिरीब्र गभरू জনপদের সঙ্গীত বিদ্যা অপেক্ষা প্রাচীন। সামবেদীয় আরণ্য সংহিতার ভায় সদ্ভাবব্যঞ্জক মনোহর প্রাচীন সঙ্গীত আর কোন জাতির আছে "এক্ষণে সঙ্গীত বিদ্যার যেরূপ হতদের হইয়া উঠিয়াছে, অর্ষকীলে সেরূপ ছিল না। ঋষিগণ সঙ্গীতবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। র্তাহার স্বশিষ্যৰৰ্গকে অতীৰ ঘৰ্ম্ম সহকারে শিক্ষা দিতেন। মহামুনি ভরত সঙ্গীতশাস্ত্রের প্রধান অধ্যাপক g তিনি স্বর্গে নাট্য ও সঙ্গীতশাস্ত্রের শিক্ষা দিতেন। তৎকৃত নাট্যশাস্ত্র অতি প্রসিদ্ধ। এই গ্রন্থ অবলম্বন করিয়া আলঙ্কারিকের সংস্কৃত অলঙ্কার গ্রন্থ সকল রচনা করিয়াছেন। ভরতের পরে সোমেশ্বর, করিনাথ এবং হস্থমন্ত সঙ্গীতশাস্ত্রের অনুশীলন করেন । ইহঁাদিগের পরম্পরের মত বিভিন্ন । সোমেখর ব্ৰহ্মার মত, ভরত-মত, হনুমন্ত-মত এবং কল্লিনাথ-মত, এই চারি মত স্বকৃত রাগবিবোধ গ্রন্থে সংকলন করিয়াছেন। শব্দকল্পদ্রুমে লিখিত আছে, অধুনা হনুমন্ত মত প্রচলিত। হনুমন্ত-কৃত গ্রন্থ সপ্ত অধ্যায়ে বিভক্ত ; প্রথম স্বরাধ্যায়, দ্বিতীয় রাগাধ্যায়, তৃতীয় তালাধ্যায়, চতুর্থ নৃত্যাধ্যায়, পঞ্চম ভাবধুয়, ষষ্ঠ কোকাধ্যায়, সপ্তম হস্তাধ্যায়। এই গ্রন্থ এক্ষণে লোপ পাইয়াছে। পূৰ্ব্বে অসংখ্য সংস্কৃত সঙ্গীত গ্রন্থ প্রচলিত ছিল, এক্ষণে শুভক্ষরকৃত সঙ্গীতদামোদর, বীরনারায়ণকৃত সঙ্গীতনিৰ্ণয়, হরিভট্টকৃত সঙ্গীতসার, সঙ্গীতাৰ্ণব, সঙ্গীতরত্নাবলী, পুরুষোত্তম কৃত সঙ্গীতনারায়ণ, নারদপঞ্চমসারসংহিতা, শিহুলনকৃত রাগসৰ্ব্বস্বসার, শাজদেবকৃত সঙ্গীতরত্নাকর, সিংহভূপালকৃত সঙ্গীতমুধাকয়, হরিভট্টক্কত সঙ্গীতদর্পণ, রাগমালিকা, হরিনারায়ণকৃত সঙ্গীতসার, নারদসংবাদ, নারদপুরাণ, রত্নমালা, সঙ্গীতকৌস্তভ, অর্জুকভট্টকৃত তাওবতন্নজেশ্বর, গীতসিদ্ধান্তভাস্কর, বিশ্ববস্থঙ্কত ধ্বনিমঞ্জরী, রাগীর্ণব প্রভৃতি বছ অমুসন্ধানে প্রাপ্ত হওয়া যায় ; কিন্তু তাহদের মধ্যে কোন খানি অসম্পূর্ণ এবং কোন খানি বা খণ্ডিত । ইহার অধিকাংশ টীকাবিহীন এবং কোন কোন গ্রন্থ মূখ' লিপিকরদিগের দোৰে এতাদৃশ কদৰ্য ভাৰে লিখিত হইয়াছে যে, তাহার মধ্যে দন্তস্ফুট হওয়াও কঠিল, মুতরাং সে গুলি একপ্রকার লোপ পাইয়াছে বলিতে হইবেক ; কোন কোন গ্রন্থ রাগ রাগিণীর রূপ-বর্ণনায়