পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిఫిe खैउिशनिक ब्रहछ !--थर्षभ छांभं । BBS BBB DBBB BBS BBS BBBB DDD S BBBD DD স্বাগিণী বর্ণন ; তালাধ্যায়ে তাল, লয়ের প্রকরণাদি । এই গ্রন্থ যবন গায়কের অত্যন্ত মান্ত করিয়া থাকেন। খ্ৰীষ্টীয় ত্রয়োদশ শতাব্দীতে পাঠান নৃপতি গায়েশউদ্দীন বালীনের রাজ্যকালে পারস্তদেশীয় কবি আমীর খসরু সঙ্গীতবিদ্যার বিলক্ষণ উন্নতি করিয়াছিলেন । আমীর খসরুর সহিত গোপাল নায়কের সঙ্গীত বিষয়ের বিতও হয়, ইহাতে বাসাহের বিচারে উভয়েই সমতুল্য স্থির হইয়াছিলেন। আমীর খসরু কচ্ছপবীণা বা সেতারের স্বষ্টি করেন । ইহা ভিন্ন ইহা দ্বার কতিপয় রাগের স্বষ্টি হয়। ইনি পারস্ত স্বাগের সহিত সংস্কৃত রাগ মিশ্রিত করিয়া ইমন কল্যাণ পারস্য এরাক রাগের সহ তোড়ী মিশ্রিত করিয়া মোহিয়র ; ইহা ভিন্ন সাজগিরি, সেফর্দ প্রভৃতি, পারস্য রাগযোগে স্বষ্টি করেন। এ সময় গোপাল নায়ক কর্তৃকও কতিপয়, স্বাগ স্বই হয়। আকবর বাদসাহের সময় সঙ্গীত বিদ্যার যাহার পর নাই উন্নতি হইয়াছিল। আবুল ফজলকৃত "আইন আকৃবরীতে” লিখিত আছে—তিনি গায়কগণকে গোয়ালিয়র, অসাড, টত্রিশ, কাশ্মীর এবং টানসকুসিয়ান হইতে আহবান করিয়াছিলেন। কাশ্মীরের গায়কগণ তথাকার শাসনকর্তা জৈনলউদ্দীন ইরাণী এবং তুরাণী যে সকল গায়ক স্ব অধীনে রাখিয়াছিলেন, তাহাদিগের দ্বারা শিক্ষিত হইয়াছিল। গোয়ালিয়র বহুকাল হইতে সঙ্গীতের আকর স্থান বলিয়া প্রসিদ্ধ। রাজা মান তুনায়র তথাকার সঙ্গীত বিস্কার উন্নতি সাধন করেন। তাছার রাজসভায় বিখ্যাত গায়ক রক্ষু উপস্থিত ছিলেন । আমরা ক্লকুমান সাহেব দ্বারা অনুবাদিত আইন আকৃবরী হইতে "আকৃবরের সভাসদ প্রসিদ্ধ গায়কগণের বিবরণ নিয়ে অনুবাদ করিয়া দিলাম। গোয়ালিয়র নিবাসী মিঞা তানসেন গায়কমণ্ডলীর শিরোরাত্ব স্বরূপ । ইনি হরিদাস স্বামীর ছাত্র। তানসেনের ভায় অদ্বিতীয় গায়ক ভারতবর্ষে সহস্ৰ বৎসর পূৰ্ব্বে বর্তমান ছিল না। রামচাদ ইহার সঙ্গীতে মোহিত হইয় .এক কোটা মুদ্র প্রদান করিয়াছিলেন। ইব্রাহিম স্বর বহু অর্থ প্রদান করিতে স্বীকৃত হইয়াও তাঁহাকে আগ্রায় লইয়া যাইতে পারেন নাই। তানসেনের এক পুত্রের নাম তান তরঙ্গ। “পাদসানামাতে” তাহার বিলাস