পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের সঙ্গীত শাস্ত্র । ১২১ নামক অপর পুত্রের উল্লেখ আছে । ইহার উভয়েই সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন । 碘 বাবা রামদাস গোয়ালিয়র নিবাসী প্রসিদ্ধ গায়ক ; ইনি প্রায় তানসেনের সমকক্ষ। বাদাওনি কহেন, ইনি ইসলামসার রাজসভা হইতে লক্ষেতে বৈরাম খাঁর নিকট নিযুক্ত হইয়াছিলেন। বৈরাম খাঁর কোষাগার অর্থশুম্ভ সত্ত্বেও, তিনি র্তাহাকে একবার লক্ষমুদ্রা পারিতোষিক প্রদান করেন । সুবিখ্যাত পদকৰ্ত্ত স্বরদাস ইহার পুত্র, তাহারা উভয়েই আকৃবরের সভা উজ্জল কবিয়ছিলেন । সেভিন খ, স্বগগন খ, মিয়ান চাদ, বিকিতর র্থ, মহম্মদ খাঁ, রাজ বাহাদুর বীর মণ্ডল খাঁ, চাদ খা প্রভৃতি আকৃবরের প্রসিদ্ধ পার্ষদ। ইহার সকলেই সঙ্গীতে বিশেষ পাৰদৰ্শী । “তোজুক," এবং ইকবাল নাযায়” লিখিত আছে, জাহাঙ্গীর বাদসাহের ছত্তর খ, পারউইজদাদ, খরামদাদ, মক্ষ এবং হামজা নামক কতিপয় সুকণ্ঠ গায়ক ছিল। সাজাহানের বাজসভায় জগন্নাথ নামক হিন্দু গায়ক “কাই” খ্যাত হয়েন, এবং দিরাং খ ও লাল.খ “গুণসমুদ্র” উপাধি প্রাপ্ত হইয়াছিলেন । একদা বাদসহি জগন্নাথ ও দিবাং খাকে তুলাদণ্ডে রজত মুদ্রাসহ পরিমাণ করিয়া উভয়কেই পুরস্কৃত কবিয়াছিলেন । মুসলমানের ধ্রুপদ, প্রবন্ধ, যুগলবন্ধ, চতুরঙ্গ, খেয়াল, টপ্পা গান করিতেন এবং সে সময় চৌতাল, ধামার, তেওরা, বীপতাল, রূপক, স্বরফাক্তা, ব্ৰহ্মতাল, রুদ্রতাল, ব্ৰহ্মযোগ, লক্ষ্মীতাল, দোবাহার, সাত্তিতাল, রাসতল, খামসাতাল, দ্বারপঞ্চ, মোহনতাল, টিমাতেতাল, পটতাল, মধ্যমান, একতাল, আড়া, তেহট, সওয়ারী প্রভৃতি প্রচলিত ছিল । সংগীত সকল গওরহার, নওছার, খাণ্ডার, ডাগর, এই চারি বাণীতে গেয় । মুসলমানের কতিপয় সুমধুর যন্ত্রেরও স্বষ্টি করিয়াছিলেন । ইহঁর রুদ্রবীণর পরিবর্তে রবীব, সরস্বতীবীণার পরিবর্তে শদর, ইহা ভিন্ন মুব বাহাব, সারঙ্গ, সপ্তম্ববা, কানুন প্রভৃতি সুমধুর যন্ত্রের স্মৃষ্টি করেন। মুসলমানের সংগীতে অত্যন্ত অনুবক্ত হইয়া উঠিলেন, তাহার স্বীয়" কৰ্ত্তব্য কৰ্ম্ম পরিত্যাগ কৰিয়াও তৌর্য্যত্রিক আমোদ পৃথিবীর সার স্থির করি লেন। নৃপতিগণের রাজকাৰ্য্য বিরক্তিজনক বোধ হইতে লাগিল এবং ক্রমেই )'Se