পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের সঙ্গীত শাস্ত্র । ১২৫ প্রথমে পাথুরিয়াঘাটার নাটামোদী মহোদয়গণ কর্তৃক সঙ্গীত পাঠশালী সংস্থাপিত হয়, তৎপরে কিৎকালের মধ্যে কয়েকট তাহার শাখা পাঠশালা স্থাপিত হইয়াছে গুনিয়া অতীব সুখী হইলাম। এই সংবাদে সঙ্গীতপ্রিয় ব্যক্তি মাত্রেই আমাদিগের দ্যায় মুখী হইবেন। এ সময় সঙ্গীতের উন্নতি করিতে যিনি চেষ্টা করিবেন, তিনিই আমাদিগের ধন্যবাদের পাত্র ; কিন্তু কেহ কেহ সাময়িক পত্রে সঙ্গীত শাস্ত্রের তর্ক করিবার ভাণ করিয়া কোন সম্প্রদায় বা কোন মান্ত ব্যক্তিকে গালি বর্ষণ করিতেছেন দেখিয়া অত্যন্ত পরিতাপিত হইতেছি। এতাদৃশ ব্যবহার কখনই প্রশংসনীয় নহে, এ উদামের সময়— প্রকৃত বিষয়ের উন্নতি চেষ্টা করাই সৰ্ব্বতোভাবে কর্তব্য।