পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

նt/օ ইংরাজীতে ধে এক বক্তৃতা করিয়াছিলেন, তাহ বিনামূল্যে বিতরণ করিবার জঙ্গ *Lectures on modern Budhistic Researches” infrn offo প্রকাশ করেন । পুরাতন সংস্কৃত ও পালি গ্রন্থ হইতে বুদ্ধদেবের ধৰ্ম্ম ও জীবনী সংগ্ৰহ করিয়া ৰাঙ্গাল মাসিকপত্রে প্রবন্ধ লিখিতেন । “বুদ্ধদেব” পুস্তাকাকারে কয়েক কৰ্ম্ম ছাপানর পর তাহার মৃত্যু হয়, পরে তাহার জ্যেষ্ঠ পুত্র স্ত্রীযুক্ত মণিমোহন সেন তাহ মুদ্রিত করিয়া প্রকাশ করেন। রামদাস বাবু এই পুস্তকে প্রমাণ করিয়াছেন যে, ভগবান শাক্যসিংহের প্রচারিত ধৰ্ম্ম হিন্দুধর্মের বিরোধী লছে, এবং বেল্লশন হিন্দুদর্শনের শাখামাত্র, তাহার স্বতন্ত্রত কিছুই নাই। হিন্দুর দশবিধ সংস্কার বিষয়ক তাহার কয়েকটি প্রবন্ধ বাঙ্গালী মাসিকপত্রসমুছে বাহির হইয়াছিল । সে প্রবন্ধগুলি একত্র করিয়া “সংস্কার-রহস্ত” নামে পুস্তক প্রকাশ করিবার ইচ্ছা ছিল, কিন্তু অকস্মাৎ মৃত্যু হওয়ায় তাহা হইয়া উঠিল না। তিনি পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের “ৰাসবদত্তা,” সংস্কৃত অভিধান “অভিধান-চিন্তামণি" এবং“অগস্তিমতম্‌’ নামক রত্বশাস্ত্র গুনমুদ্রিত করেন। রামদাস বাবু সংবাদপ্রভাকর, বীণ, চারুবার্তা, ভারতী, নবাভারত, বঙ্গদর্শন, নৰজীবন ও প্রচারাদি মাসিক পত্রে কবিতা ও প্রবন্ধ লিখিতেন। Antiquary নামক ইংরাজি মাসিক পত্রেও কণন কখন প্রবন্ধ লিখিতেন। পণ্ডিত মোক্ষমুলর, লওন ওরিয়েন্টাল কংগ্রেস নামক সভায় বক্তৃতা-কালে বলিয়াছেন "In the Antiquary, a paper very ably conducted by Mr. Bargess, we meet witb contributions from serveral learned Indians; among them from His Highness the Prince of Travancore, from, Rumdas Seu, Zamiudar of Berhampore, from Kasinath T. Telang, from Seshadri Shastri and others, which are read with the greatest interest and advantage by European 'scholars.” মোক্ষমূলর প্রভৃতি সংস্কৃত-বিদ্যানুরাগী পণ্ডিতগণের সহিত র্তাহার প্রায়ই পত্র লেখালেখি চলিত। কলিকাতা হাইকোটের ভূতপূৰ্ব্ব বিচারপতি দ্বারকানাথ মিত্র যখন মৃত্যুশয্যায় শয়িত ছিলেন, তখন গেডিস সাহেব ( Mr. Geddes at the Civil Service ) তাছাকে প্রায়ই দেখিতে যাইতেন । এক দিন লাহুেৰৰুে पांग्नकानांथ वणिग्नम “ञांमांtअब्र श्नूिषाई *बैौब्र uाद१ भढ़नब्र नश्ङि गझलक