পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'b• ঐতিহাসিক রহস্ত ॥—প্রথম ভাগ । স্বাতুল বররুচির বিবরণ লিপিবদ্ধ করিয়াছি। জনকপুরোহিত কাত্যায়ন ধৰ্ম্মশাস্ত্রবক্তা ঋষি । সন্ধিপুত্র, কাত্যায়ন এবং মেঘগল্যায়ন বুদ্ধদেবের প্রধান শিষ্য। এই কাত্যায়ন পালিতভাষার ব্যাকরণকৰ্ত্ত । ই হার উল্লেখ মহাবংশে আছে এবং ইহাকে পালিভাষায় ಗಿಣ್ಣবছর বলে। ঐরামদাস সেন। বহরমপুর। সোমপ্রকাশ হইতে উদ্ধৃ や5 ] ২৬এ চৈত্র ১২৭১ । গত ১৯এ চৈত্রের সোমপ্রকাশে দৃষ্ট হইল, বাৰু অবিনাশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় মল্লিখিত খ্ৰীহৰ্ষাখা প্রস্তাবের বিরুদ্ধে লেখনী ধাবণ কবিয়াছেন । আমি “বঙ্গদর্শনে” পুর্বেই লিখিয়াছি যে প্রাচীন ঐতিহাসিক বিষয়ের অনুসন্ধান ভ্রমশুষ্ঠ হইবে এবীপ সস্তাবিত নহে। তবে আমার যদি কোন প্রস্তাবে ভ্রম থাকে, তাহা কৃতবিদ্য পাঠকবর্গ সংশোধন করিয়া দিলে অতীব আহ্নাদিত হুইব ; কিন্তু শ্ৰীহৰ্ষ বিষয়ে প্রস্তাবলেখক মহাশয় যে সকল আপত্তি উত্থাপন করিয়াছেন, তাছ অতি অকিঞ্চিৎকর । সংস্কৃত গ্রন্থে যে যে বিষয লিখিত হইয়াছে, তাহাই প্রমাণিক বোধে আমি সকল প্রস্তাবের প্রমাণোপযোগী বিবেচনায় গ্রহণ করিয়াছি । “ক্ষিতীশ বংশাবলীচরিত’ একখানি সংস্কৃত পুরাবৃত্ত। তাহাতে শ্ৰীহর্ষের বিষয় যে টুকু পাইয়াছি তাঁহাই অবিকল প্রস্তাবের প্রারম্ভে লিথিয়াছি। আদিশূবের বিববণ আমার প্রস্তাবের উদেষ্ঠ নহে। স্বতবাং উহার কাল নিরূপণ কবিতে প্রয়াস পাই নাই। তজ্জন্ত প্রস্তাবলেখক আমাকে কোন মতেই দোষী করিতে পারেন BS BBBBBBBBB BBB BB BBBBBS S BBS TBBS BBB BB BBBB নামক পঞ্চ বিপ্রকে নৃপতি ৯৯৯ শকাব্দায় নিৰ্ম্মিত ভবনে বাস কবিতে দিযাছিলেন। যথা— “ইতি শ্ৰুত্ব তেন ব্রাহ্মণেল সান্ধং দূতান প্র্যে বহুমানপুরঃসরং ভট্টনারায়ণদক্ষত্ৰীহৰ্ষচ্ছান্দরবেদগৰ্ভসংজ্ঞকান যজ্ঞোপকরণসামগ্রীসংস্তৃতাননীয় লবনৰত্যধিক-নবশর্তী-শকাব্দে প্রাগুপকল্পিতস্বাসে নিবেশয়ামাস ।” আমি জৈনলেখক রাজশেখরের প্রমাণ গ্রাহ করিয়াছি, তাহীর মতে শ্ৰীহৰ্ষ জয়ন্তচন্দ্র বা জয়চন্দ্রর সমসাময়িক। তিনি ১৯৬৮ এবং ১১৯৪ খৃষ্টাব্দ মধ্যে কান্তকুজ ও বারাণসীর অধীশ্বর ছিলেন । জয়চন্দ্রের মাতা তুয়ার বংশীয় এবং তিনি পৃথ্বীরাজের মাতার সহোদর। কবিচন্দ্ৰ বৰ্ণাই পৃথ্বীরাজ বা রায় পিখোরার সভাসদ । তাহার “পৃথিরাজ চৌহান রাসে।” মধ্যে ইহর্ষ সম্বন্ধে এই লিখিত আছে—