পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ । Métri Gupta, lived in the sixth centnry after Christ. This opinion is not quoe rew, it has found fiends in Germany and Bombay. We need not discuso, the scundiness of theory, it suffices to say that it well accords with the general tendency of the present day to regard our greatest master of the lyre as a modern poet, rather than one who lived in the obscure ages.-The Calcutta Review. ভারতবর্ষের পুরাবৃত্ত সমালোচন। বঙ্গদর্শনে এই শিরোনামের একটী স্বচার প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল, ম্যাগেজিনের প্রস্তাব ইয়ুরোপ ও আমেরিকার স্তায় আমাদিগের দেশে প্রায় অক্ষয় হয় না, এই নিমিত্ত বহরমপুরের সাহিত্যামুরাগী জমাদার শ্ৰীযুক্ত বাবু রামদাস সেন এই প্রবন্ধ বহুবাজারের ষ্ট্যানহোপ যন্ত্রে পুস্তককাবে মুদ্রিত করাইয়া প্রচাব করিয়াছেন। দেশীয় ভিন্ন ভিন্ন পুস্তকালয়ে এতৎ খণ্ড পুস্তিকা সংরক্ষিত হইলে ভবিষ্যৎ ইতিহাস লেখকদিগের পক্ষে উত্তম আদর্শ হইবে। রামদাস বাবুর স্বদেশমুরাগিতা ও বিদ্যামুরাগিতার নিমিত্ত আমরা উহাকে শত শত সাধুবাদ করিলাম।— সংবাদ প্রভাকর। প্রবাদ অাছে বামন দেখিলে ভক্তি করিতে হয়, কেন না বামনের মধ্যে বামনদেবও থাকিতে পারেন। অমরাও বলি খৰ্ব্বীকৃতি হইলেই কিছু গ্রন্থের প্রতি অভক্তি করিতে হয় না, কেন না উহ! সদ্‌গ্ৰন্থও হইতে পারে। অথবা পুষ্প যেমন লঘুকায় হইলেও আনন্দজনক হয়, বাবু রামদাস সেন প্রণীত ভারতবর্ষের পুরাবৃত্ত সমালোচনও সেইরূপ পৃষ্ঠায় অল্প হইয়াও আমাদের আনন্দকর হইয়াছে। রামদাস বাবুর অভিবচি অতি সৎপাত্রেই পতিত হইয়াছে। এলফিনষ্টোন প্রভৃতি মহাশয়ের বহুল যত্ন পুরঃসর পুরাতন ভারতবর্যের যে সকল বিবরণ উদ্ধার করিয়াছেন, রামদাস বাবুর সমালোচনকে তাহার সারোদ্ধার বলিলেও বলা যায়। অবগু রামদাস বাবুর পুস্তকের পদ্মের সহিত উপমা দেওয়া যায় না কারণ উহা ততদুর স্থূলকায় বা পূর্ণাবয়ব নহে, এার উহাতে রচনাবিলাসও ততদুর নাই। খ্রীমদাস বাবুর সৌন্দর্ঘ্য ও সারবত্ত আছে, কিন্তু অাকর্ষণী শক্তি নাই, বিযয় আছে কিন্তু বাগিাত নাই অর্থাৎ গুণ অাছে কিন্তু রূপ নাই। ইহাতে স্পষ্ট বোধ হইতেছে যে রামদাস বাবু পণ্ডিতের নিকট গ্রহণীয় বটেন। বাঙ্গালা ইস্কুলের নিমিত্ত যে সকল সংশয় ভারতবর্ষের ইতিহাস লিথিয়াছেন তাহদের উচিত রামদাস বাবুর সমালোচন উহাদের গ্রন্থের প্রায়স্তে সংযোজন কবিয় দেন ।---সমাজ দর্পণ ।