পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

93 ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ । মহাকবি কালিদাস, শ্রীরামদাস সেন প্রণীত । বহরমপুরের বিদ্যাগুরাগী ভূম্যধিকারী জীযুক্ত বাবু রামদাস সেন “মহাকৰি কালিদাস” নাম দিয়া একখানি পুস্তক লিখিয়াছেন। আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, উহার একখণ্ড উপহার প্রাপ্ত হইয়াছি। কলিকাতা ষ্টানহোপ যন্ত্রে মুজিত, মূল্য লাইJ গ্ৰন্থৰায় এই পুস্তক তদীয় বন্ধু বান্ধবগণকে বিনামূল্যে বিতরণ করিতেছেন। বিবিধ সংস্কৃত ও ইংরাজী গ্রন্থ হইতে কালিদাসের জীবন চরিত সংকলিত হইয়াছে। রামদাস বাবু এ বিষয়ে যে বহু অমুসন্ধান ও বহুশ্রম করিয়াছেন, তাহ বলা নিম্প্রয়োজন। যাহার এই ক্ষুদ্র পুস্তকখানি পাঠ করিবেন, তাহার। সকলেই উক্ত অনুসন্ধান ও শ্রমের ফল পরিজ্ঞাত হইতে পারিবেন। বস্তুতঃ ভারতবর্ষের একজন প্রধান কবির জীবনবৃত্তান্ত জ্ঞাত হওয়াও সাহিত্যসংসারের আবশ্যক। দ্বিতীয়তঃ বিক্রমাদিত্য ও কালিদাস সম্বন্ধে নানাপ্রকাব মতভেদ আছে, এতৎ পুস্তক পাঠে তাছাও বিশদরূপে প্রক্তিপঙ্ক হুইবে ॥-সংবাদ প্রভাকর। এই পুস্তক দেখিতে ক্ষুত্র-কলেবর, কিন্তু কেবল সার পরিপূর্ণ।—জ্ঞানাঙ্কুর । মহাকবি কালিদাস। ইত্যাখ্য যে আর একখানি ক্ষুদ্রদেহ গ্ৰন্থ শ্ৰীযুক্ত রামদাস সেন মহাশয় প্রকাশ করিয়াছেন, তাহাও প্রথমত: “বঙ্গদর্শনে” প্রকাশিত হয়। * * * * * অনেক ইযুরোপীয় ভাষাবিৎ মহাজার মতাদি প্রদান ও সংস্কৃত গ্রন্থাদি হইতে নানানুসন্ধানান্তে সেন মহাশয় একরূপ সিদ্ধাস্তু করিয়াছেন যে, কালিদাস কাশ্মীর দেশীয় রাজবিশেষের অমাত্য ছিলেন, এবং বৃজতরঙ্গিণীতে র্তাহাকেই মাতৃগুপ্ত নামে উল্লিখিত হইয়াছে। রচয়িতার এই সিদ্ধান্ত সম্বন্ধে অনেকে অনেক দোষারোপ করিতেছেন কিন্তু অদ্যাবধি প্রকৃত রূপে কেহই উহার মত খণ্ডন করিতে পারেন নাই। সেনজ নানা গ্রন্থ দর্শন ও বহুশ্রম সহকারে এই গ্রন্থখানি লিখিয়াছেন ও প্তাহীর মতপ্রতিপোষক অনেক প্রমাণ দিয়াছেন।—তমোলুক পত্রিকা । BBB BB BB BB BBBBBBB BBBB BBBB BBB DBBDD SBBBBB .-গুৰিক। এই পুস্তকে বিখ্যাত মহাকবি কালিদাসের জীবনচরিত সঙ্কলিত হইয়াছে । এই সংগ্রহেও DBB BBDDS BBD DBB BBD BBD BBB BDD DBBDS DBBD BBD