পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به اوth স্বাধিয়া শাস্ত্রে যে সমুদায় নিয়ম আছে, তাহা উপেক্ষা করিয়াই এত কষ্ট ভোগ করিতেছি। এবার যদি বাচি, তাহা হইলে জীবনের নূতন পথে চলিব।” সাহেব সে কথার জর্থ বুঝিতে না পারায়, পণ্ডিত মোক্ষমূলর, ডাক্তার রামদাস সেনকে যে পত্র লিখিয়াছিলেন, সেই পত্রেয় কিয়দংশ দ্বারকানাথ মুখস্থ বলিলেম—“Take all what is good from Europe only, do not try to become Europeans, but remain what you are, sons of Manu, children of a bountiful soil, seekers after truth, worshippers of the same unknown god, Whom all men ignorantly worship, and Whom all very truly and wisely serve by doing what is iயல் and good.” জন্মনি দেশের রাজধানী বার্লিন নগরে প্রাচ্যবিদ্যাবিদ পণ্ডিতগণের সন্মিলনীর পঞ্চম অধিবেশনে ডাক্তার রামদাস তথায় উপস্থিত হইবার জষ্ঠ নিমন্ত্রিত হইয়াছিলেন, কিন্তু যাইতে পারেন নাই। শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কারামুক্তির দিন তিনি মুর্শিদাবাদবাসিগণের পক্ষ হইতে সুরেন্দ্র বাবুর সহিত সহানুভূতি এবং আনন্দ প্রকাশ করিবার জন্ত কলিকাতার প্রেরিত হন। Bengal Tenancy Bill efsstr «fritą įstą atart» «tā fărtato জেলার জমিদারগণের পক্ষে কলিকাতার জমিদার-সভার উপস্থিত ছিলেন । কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কলিকাতায় মুর্শিদাবাদের প্রতিনিধিগণের মধ্যে তিনিও একজন ছিলেন। স্বদেশের সকল সৎকার্য্যে র্তাহার উৎসাহ ছিল । ১৮৭৭ খৃষ্টাব্দের ১লা জানুয়ারীতে তিনি গবর্ণমেণ্ট হইতে যে সন্মানসূচক মার্টিফিকেট পাইয়াছিলেন, তাহা এই— By command of His Excelency the Viceroy aud GovernorGeneral this Certificate is presented in the name of Her Most Cracious Majesty Victoria, Empress of Índia, to Babu Ram Das Sen, Honorary Magistrate of Moorshidabad, in recognition of his loyalty to Government ; the services nngrudgingly "rendered by him to the Public ; and the interest taken by ...him in educational matters and in pursuita of litersture. January 1st, 1877. Richard Temple. . . 攣