পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণভট্ট। বিখ্যাতনামা বাণভট্টকৃত কাদম্বরী সংস্কৃতসাহিত্যসংসারমধ্যে একখানি অমূল্য রন্থ। এই গ্রন্থের প্রথম পূৰ্ব্বভাগ বা বাণভাগ : দ্বিতীয় উত্তরভাগ বা তত্তনয়ভাগ। গ্রন্থকার ইহা সম্পূর্ণ করিয়া যাইতে পারেন নাই, এজন্য তিনি লোকান্তর গমন করিলে পর, তাহার পুত্র শেষভাগ রচনা করিয়া sig spojí stqa i stqapi fèt pwi “Mystery of Edwin Drood” নামক র্তাহার শেষ উপন্যাসগ্রন্থ সম্পূর্ণ করিতে না পারাতে, তাহার মৃত্যুর পর উহা অসম্পূর্ণ অবস্থায় প্রকাশিত হইয়াছে, এমন কি তাহার উপযুক্ত জামাতা বিখ্যাত লেখক উইকী কলিন ও উহার শেষভাগ রচনা করিয়া সংযোজিত করিয়া দিতে পারেন নাই ; ফলে সংস্কৃতসাহিত্যভাণ্ডার মধ্যে এতাদৃশ ঘটনা অতি বিরল, তৎপক্ষে সংশয় নাই। কোন সংস্কৃতগ্ৰন্থ অসম্পূর্ণ অবস্থায় প্রচারিত হয় নাই, সুতরাং বাণপুত্ৰ দেখিলেন যে, তাহার পিতার অপূৰ্ব্বকীৰ্ত্তি লোপ হইবার সম্ভাবনা ; সুতরাং তজ্জন্ত তিনি কাদম্বরীর শেষভাগ লিখিয়া গ্ৰন্থখানি চিরস্থায়ী করিয়া দিয়াছেন। উত্তরভাগের রচনা যদিও পূৰ্ব্বভাগের স্তায় ললিত, মনোহর এবং প্রসাদগুণবিশিষ্ট নহে, তথাপি উপহাসভাগ অসংলগ্ন হয় নাই এবং রচনাপ্রণালীরও স্থানে স্থানে বিশেষ মধুরতী ষ্ঠাছে। বাণতনয়ের গ্রন্থরচনার যশঃপৃহা ছিল না এবং তিনি কবিত্বেরও দর্প করেন নাই । গ্রন্থের মুখবন্ধে অতি বিনীতভাবে স্বীকার করিয়াছেন যে, তিনি পিতৃকীৰ্ত্তি চিরস্মরণীয় করিবার জন্য উত্তরভাগ রচনা করিয়া দিয়াছেন, এমন কি তাহার নাম পৰ্যন্ত প্রকাশ না করিয়া উদারতার একশেষ দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। তিনি শেষভাগ রচনা না করিলে গ্ৰন্থখানির নাম পৰ্য্যস্ত, বোধ করি এতদিন লোপ পাইত ; সুতরাং এতাদৃশ কুলপাবন পুত্রের জন্মগ্রহণ, বাণভট্টের পরম সৌভাগ্যের কারণ হইয়াছিল সন্দেহ নাই। কাদম্বরীর প্রারম্ভ শ্লোকমধ্যে বাণভট্ট স্বীয় বংশ বর্ণনা করিয়াছেন । যথা—