পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ιαελο 塞 রামদাস বাবু নিম্নলিখিত সভাগুলির সভ্য ছিলেন--Asiatic Society of Bengal, the Agricultural and Horticultural Society of India, Indiau Association, British Indian Association, the Sanskrit Text Society of London, the Academia Orientale of Florence, the Societa Asiatica Italicana of Italy, the Royal Asiatic Society of Great Britain, the Oriental Congress of London, the Theosophical Society. ofan fest ornogo walরারি ম্যাজিষ্ট্রেট, মিউনিসিপাল কমিশনার, বহরমপুর কলেজের বোর্ড অফ ট্রটির মেম্বর, বহরমপুর বঙ্গবিদ্যালয়ের সম্পাদক ও কোষাধ্যক্ষ, বহরমপুর দাতব্য-সভার সম্পাদক ও কোষাধ্যক্ষ, বহুবমপুর পাগলা-হাসপাতালের পরিদর্শক, মুর্শিদাবাদসভার সম্পাদক ও সহকারী সভাপতি এবং কলিকাতা জুওলজিকেল গার্ডেনের Life Member footn I হিন্দুধর্মের প্রতি র্তাহার প্রগাঢ় আস্থা ছিল এবং হিন্দুধৰ্ম্মের অনুকূলে সকল প্রকার আন্দোলনের সহিত তিনি সহানুভূতি দেখাইতেন । পুত্র কস্তার পীড়া হইলে বাড়ীতে শাস্তি, স্বস্ত্যয়ন, চণ্ডীপাঠাদি করাইতেন এবং স্ত্রীলোকদিগের দ্যায় ঠাকুর দেবতার “মানত” করিতেন। রোগগ্রস্ত দরিদ্র ব্যক্তিদিগকে বিতরণ করিবার জন্ত নিজ গৃহে ঔষধ রাখিতেন, নিকটবৰ্ত্তী অন্ত গ্রামের লোক হইলে প্রয়োজন মত পথ্যের ব্যয় কিংৰ পথ-খরচও দিতেন। অশিক্ষিত লোকের বলিত যে, ঔষধ বিতরণ করার জগুই তিনি কোম্পানী হইতে ডাক্তার উপাধি পাইয়াছেন। ব্রাহ্মণ পণ্ডিত, বিজ্ঞান এবং গ্রন্থকারদিগকে যথেষ্ট সমাদর করিতেন। তিনি নিজ ব্যয়ে পণ্ডিত কালীবর বেদাস্তবাগীশ মহাশরকে বিদ্যা-শিক্ষার জন্ত কাশীখামে পাঠান। পরে বেদাস্তবাগীশ মহাশয়ের নিকট তিনি সংস্কৃত অধ্যয়ন করিয়াছিলেন। তাছার অসাধারণ অধ্যবসার ও স্মরণশক্তিও ছিল। রামদাস বাবুর সঙ্গীত বুঝিবার বেশ ক্ষমতা ছিল । কেহ কোন বিরল রাগ রাগিণীর আলাপ করিলেও তিনি তাহার দোষ গুণ ধরিয়া দিতেন । আলস্ত কিংবা দীর্ঘস্থত্রত র্তাহার কিছুমাত্র ছিল না। বিদ্যাচর্চা এবং নানাবিধ পুস্তক, চিত্র ও কারুকার্য্য সংগ্রহই তাহার জীবনের প্রধান কাৰ্য্য ছিল। সৌম্যমূৰ্ত্তি, কোমলপ্রকৃতি, বালকের দ্যায় লৱলচিত্ত র্তাহার সদগুণে ও অমায়িক ব্যবহারে সকলেই মুগ্ধ হইত। বিবি মিচেল প্তাহার “In India” নামক পুস্তকে রামদাস ason of fifthton—“We found him a very intelligent, wcli