পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У а о ঐতিহাসিক রহস্য —দ্বিতীয় ভাগ । অভিধানে লিখিত আছে, শুক্ষ্মেদন রাজা অতি স্থায়বান ছিলেন এবং পবিত্রার ভোজন করিতেন । যথা— 喙 “শুদ্ধোদনে যতো ভুঙক্তে হ্যায়বান শুদ্ধমোদনম্।” *:: ললিতবিস্তরে লিখিত আছে, শাক্যসিংহ জজুীপের ১৮ স্থান ও ১৮ কুল অন্বেষণ করিয়া পরিশেষে শাক্য কুলকে নির্দোষ জানিয়া তৎকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন, যথা—মগধে বিদেহ কুল, কোশলায় কৌশল কুল, বংশরাজ কুল, বিশালা নগরে প্রদ্যোতন কুল, মথুরা ও হস্তিনায় পাণ্ডব কুল ইত্যাদি। তিনি পাওৰ বংশকেও সদোষ বিবেচনা করিয়াছিলেন— “পাওবকুলপ্রস্থতৈঃ কৌরববংশোহতিব্যাকুলীকৃতো যুধিষ্ঠিরো ধৰ্ম্মস্য পুজ্ঞ ইতি কথয়ন্তি , ভীমসেনে বায়োঃ—ইত্যাদি—” এ কুলের দোষ হইল যে, পাণ্ডবেরা কুরুদিগকে ব্যাকুল করিয়াছিলেন এবং তাহারা জারজ। এইরূপ সকল বংশেই দোষ, কেবলমাত্র শাক্যবংশ নির্দোষ । শাক্যসিংহ কপিলবস্তু নগরে বসন্তকালে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। ভগবান বোধিসত্ব যে কালে তুষিতপুরী পরিত্যাগ করিয়া মায়াদেবীর দক্ষিণ কুক্ষিতে প্রবেশ করেন, মায়াদেবী সেই সময় নিদ্রিতাৰস্থায় এইরূপ স্বপ্ন দেখিয়াছিলেন। যথা— “হিমরজতনিভশ্চ ষড়িষাণঃ স্বচরণচারুভূজঃ স্বরক্তশীর্ষ । উদরমুপগতে গজঃ প্রধানো ললিতগতিদৃঢ়বজগাত্রসন্ধিঃ ” অর্থাৎ তুষার বা রজতের স্তায় শ্বেতবর্ণ, ছয়টি দস্তযুক্ত, স্বরক্ত ও মনোজ্ঞ কর ও শীর্ষদেশ, এমন একটি গজ, মনোহর গতিতে তাহীর উদরে প্রবেশ করিল। তৎকালে তিনি কিরূপ সুখে ছিলেন, তাহ বর্ণন করা যায় না। “ন চ মম স্থখং জাতু এবংরূপং দৃষ্টমপি শ্ৰতং নাপি গহস্থতম্।” . ভাবিলেন এ কি ! কখন আমার এরূপ স্বখোদয় হয় নাই, আর এরূপ রূপও ৰখন দেখি নাই বা শুনি নাই এবং অনুভবও করি নাই । নিদ্রাভঙ্গে তিনি রাজাকে স্বপ্নবিবরণ সমুদায় অবগত করাইলেন। রাজী গণকদিগকে ইহার বৃত্তান্ত জিজ্ঞাস করিলে, তাহার উত্তর করিল, আপনার