পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه أعلا গপের উপকারের জন্স ভিনি সৰ্ব্বদাই প্রস্তুত থাকিতেন। গুণের সমাদর, ক্টাবার স্কায়, অতি অল্প লোকেই করিতে জানেন। ১৮৯৮ খৃষ্টাব্দে বঙ্গের ছোট লাট ম্যাকেঞ্জি সাহেব বাহাদুর বহরমপুর পরিদর্শন কালে যে বক্তৃত করেন, তাহাতে রামদাস বাবুর জন্য দুঃখ প্রকাশ করিয়া বলেন যে, তিনি এ জেলার অলঙ্কার ছিলেন (“He was the ornament of the district." ) i fitott csata tętni sittx র্তাহার জমিদারীতে রামদাস বাবু এক বঙ্গবিদ্যালয় স্থাপন করেন ; এখন তাঙ্গ মাইনর স্কুল করিয়া তাহার পুত্ৰগণ কর্তৃক পরিচালিত হইতেছে। রামদাস বাবুর মৃত্যুর পর ইংরাজী ১৮৮৭ সালের ৩রা সেপ্টেম্বর মুর্শিদাবাদ সভার এক অধিবেশনে স্থিরীকৃত হইয়াছিল যে, তাহার দ্বারা নানা প্রকারে উপকৃত হওয়ায়, স্মরণচিহ্ন . স্বরূপ র্তাহার প্রতিমূৰ্ত্তি রাখা আবস্তক। তখন সভাপতি ছিলেন বাবু বৈকুণ্ঠনাথ সেন । তাহার পর স্বতিচিহ্ন-সমিতির সম্পাদক ও কোষাধ্যক্ষ রায় মুকুন্দলাল বৰ্ম্মন বাহস্থর মুর্শিদাবাদ জেলার জনসাধারণের ব্যয়ে ইটালী হইতে রামদাস বাবুর এক প্রস্তরমী মূৰ্ত্তি আনয়ন করেন। এস্থলে উল্লেখ না করা অভ্যুতা ছয় যে, পূর্ববঙ্গ-নিবাসী বিখ্যাত চিত্রকর শ্ৰীযুক্ত শশিকুমার হেস মহাশয়ের রোমে থাকা কালে তথাকার সিগনর রওনির ( Signor. Romdoni ) দ্বারা এই প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করাইয়া ভারতবর্ষে পাঠাইতে বিশেষ যত্ন করিয়াছিলেন। মুকুন্দৰাবুর মৃত্যু হওয়ায়, মহারাজা মণীন্দ্রচন্দ্র নদী মহাশয় ১৮৯৯ সালে রামদাস-স্মৃতিচিহ্ন-সমিতির কোযাধ্যক্ষ ও সম্পাদকের ভার গ্রহণপূর্বক, ৰাঙ্গালার ছোট লাট সার জন উডবরণ সাহেব মহোদয় কর্তৃক ১৮৯৯ সালের ১লা আগষ্ট প্রস্তরমূৰ্ত্তির আবরণ উন্মোচন করাইয়াছেন। এই স্মৃতিচিহ্ন স্থাপন সম্বন্ধে ১৮৯৭ সালের ৩১শে আগষ্ট তারিখে কলিকাতা হইতে শ্ৰীযুক্ত চন্দ্রশেখর মুখোপাধ্যায় মহাশয় স্ট্রীযুক্ত নিখিলসাথ রায়কে যে পত্র লেখেন, ভাহা নিয়ে উদ্ধৃত করা গেল।–“রামদাস খাবুর স্মৃতিচিহ্ন বহরমপুরে স্থাপিত হইতেছে, ইহা রামদাস বাবুর সৌভাগ্য লছে, বহরমপুরের সৌভাগ্য। বহরমপুর মানুষ চিনে না। এতদিনে যে ছিনিতে শিথিয়াছে, গেইটাই আহলাদের ৰিষয় ।”