পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহসীঙ্ক-চরিত । ఫిసిన বিত খণ্ড ১২৫৫ খ্ৰীষ্টাব্দে গুজরাটে লইয়া গিয়া ঢোলকার রাণ বিরাধ বলের মন্ত্রী বস্তুপালকে প্রতিলিপি প্রদান করিয়াছিলেন । ঐহর্ষের সাহসাঙ্ক-চরিতের পূৰ্ব্বে “নব” শব্দ প্রয়োগের তাৎপর্য এই যে, তিনি নুতন রাজ সাহসাঙ্কের চরিতবর্ণনা করিয়াছেন, সুতরাং এথানি মহেশ্বরের গ্রন্থ হইতে পৃথকু নৃপতির চরিত্রবর্ণনবিষয়ক গ্রন্থ ; এজন্ত ইহার নাম নবসাহসান্ধচরিত রাখা হইয়াছিল। যথা— দ্বাবিংশে নবসাহসাক্ষচরিতে চম্পুরুতোয়ং মহাকাব্যে তস্ত কৃতে নলীয়চরিতে সর্গে নিসর্গোজ্জ্বলঃ ॥ ইহাতে টীকাকার নারায়ণ এই ব্যাখ্যা করিয়াছেন— নবে। যঃ সাহসাঙ্কনাম রাজা তন্ত চরিতে বিষয়ে চম্পূং গদ্যপদ্যময়ীং কথাং করোতীতি কৃৎ তস্ত বিনিৰ্ম্মিতবতঃ সোপি গ্ৰন্থস্তেন কৃত ইতি সুচ্যতে। অর্থাৎ— * যিনি অভিনব সাহসাঙ্ক রাক্তার চরিত্র লইয়া চম্পু অর্থাৎ গদ্যপদ্যময় গ্রন্থ রচনা করিয়াছেন, এই নলচরিত বর্ণনাত্মক মহাকাব্যের দ্বাবিংশ সর্গ তৎকর্তৃক সমাপ্ত হইল। নলচরিত বর্ণনাত্মক মহাকাব্যের রচয়িত এস্থলে এই অর্থের স্বচনা করিলেন যে, নবসাহসাঙ্কচরিতগ্রন্থও র্তাহার দ্বারা নিৰ্ম্মিত । এই প্রমাণে স্পষ্ট প্রতীয়মান হইবেক, নুতন সাহসাঙ্ক নৃপতিব চরিত্রবর্ণন গ্রন্থ ; এজন্ত শ্ৰীহৰ্ষ উহার নাম “নবসহিসাঙ্কচরিত” রাখিয়াছিলেন।