পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পালিভৗধ ও তৎসমালোচনী । ૨8છે শ্ৰেণী বাটা নিশ্বিত হইল। আমাদিগের সংস্কৃত স্বত্র ও তন্ত্রের স্থায় বৌদ্ধদিগের শ্ৰেণীবদ্ধ ধৰ্ম্মগ্রন্থনিচয় ‘পালি’ নামে প্রখ্যাত হইয়াছিল। এক্ষণে সাধারণতঃ সেই মাগধী-ভাষায় বিরচিত গ্রন্থনিচয়ের ভাষানুসারে পালি একটা স্বতন্ত্র বৌদ্ধ ভাষা হইয়াছে। অধ্যাপক চাইল্ডার্শ অনুমান করেন যে, বৌদ্ধধৰ্ম্মগ্রন্থনিচয় খ্ৰীষ্টজন্মগ্রহণের একশত বা দুইশত বর্ষ পরে পালি গ্রন্থ নামে প্রচলিত হইয়াছিল । কারণ, কেবল আধুনিক কতিপয় পালিগ্রন্থে, পালি যে কেবল বৌদ্ধধৰ্ম্মসম্বন্ধীয় মূলগ্রন্থকে বুঝায়, তাহার উল্লেখ দেখিতে পাওয়া যাইতেছে। যথা—সামান্তফলস্বত্র জখ-কথা—” “নেব পালিয়ম্ ন অখ কথায়ম্ দ্বীশতি” অর্থাৎ মূল বা অর্থকথায় অর্থাৎ টীকায় ইহার উল্লেখ দেখিতে পাওয়া যাইতেছে ন ; যথা—লঘু-পদ্ম-পুণ্ডরীক ‘পালিয়মু পান বুদ্ধতি কেন আখেন” অর্থাৎ তাহাকে মূলগ্রন্থে কিজষ্ঠ বুদ্ধ বলা যায় ? পুনশ্চ যথা—মহাবংশ “পিটকত্যয় পালিন সতল অথকখান” অর্থাৎ মূলত্রিপিটক এবং তাহার অর্থকথা— ইত্যাদি আধুনিক পালিগ্রন্থের ভূরি ভূরি উদাহরণ আলোচনা দ্বার, পালি যে মূল বৌদ্ধধৰ্ম্মগ্রন্থের একটী বিখ্যাত নাম, তাহ সপ্রমাণ হইবেক। পালিভাষায় মূলধৰ্ম্মগ্রন্থ রচিত বলিয়া পালি শব্দ মূলগ্রন্থকে বুঝাইত ; এবং ইহার টীকা অন্ত ভাষায় রচিত, তাহা উপরের লিখিত প্রমাণে স্পষ্ট প্রতীয়মান হইতেছে। সাধারণতঃ পালি মগধদেশীয় ভাষা। এই প্রাকৃত ভাষার নাম মাগধী, কিন্তু ইহা দৃগু কাব্যের প্রাকৃত ভাষা হইতে সম্পূর্ণ ভিন্ন। অতি প্রাচীন বৌদ্ধ ধৰ্ম্মগ্রন্থে “পালিভাষা” এই নামের পরিবর্তে মাগধী ভাষা ব্যবহৃত হইত, এবং তাহাতে পালিভাষাই বুঝাইত । পালিভাষায় বুদ্ধদেব বক্তৃতা করিয়াছিলেন এবং খ্ৰীষ্টজন্মের ছয় শত বৎসর পূৰ্ব্বে ইহা মগধদেশের ভাষা ছিল। তখন ইহাকে মাগধী বলিত, পরে সিংহলদ্বীপে ইহা পালি নামে খ্যাত হইল। এক্ষণে পালিভাষা, কথোপকথনের এবং বৌদ্ধধৰ্ম্মগ্রন্থের মূল প্রাকৃত ভাষাকে বুঝাইতেছে, এজন্ত ইহাকে আর মাগধীভাষা বলা যায় না, তাহা দৃগু কাব্যের স্বতন্ত্র ভাষা হইয়া থাকিল । ভট্ট লাসেন কছেন, পালির সহিত সৌরসেনী ও মহারাষ্ট্রীয় সোসাদৃশু আছে, তজ্জন্ত ইহাকে মাগধী বলা যাইতে পারে না, আমরা তাহার এ কথা অপ্রমাণ বোধ করিলাম। বররুচির প্রাকৃত প্রকাশের মহারাষ্ট্রী ও সৌরসেনীর সহিত পালিভাষার কোন গোঁসাদৃশু নাই। ৰৌদ্ধগণের তিনট প্রাকৃত ভাষা ছিল । రి 暇