পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পালিভাষা ও তৎসমালোচনা । ૨8૭, মগধরাজ মহামহেন্দ্র ৩৯৭ খ্ৰীঃ পূঃ সিংহলদ্বীপে বৌদ্ধধৰ্ম্ম প্রচার করেন, সেই সময় তাহার দ্বারা পালিভাষা তথায় প্রচলিত হইয়াছিল । খ্ৰীষ্টীয় চারি শত শতাদীতে বুদ্ধঘোষ মগধদেশ হইতে সিংহলদ্বীপে গমন করিয়া তথায় পালিভাষার বিলক্ষণ উন্নতিসাধন করিয়াছিলেন। তিনি বিবিধ উৎকৃষ্ট গ্রন্থ পালিভাষায় রচনী করিয়! অবিনশ্বর কীৰ্ত্তি স্থাপন করিয়া গিয়াছেন । কচ্চায়নকৃত পালিব্যাকরণ অতি প্রসিদ্ধ। আমাদিগেব পাণিনি-ব্যাকরণের স্থায় বৌদ্ধগণ এই গ্রন্থের মান্ত করিয়া থাকেন। সিংহলদ্বীপে সকল বৌদ্ধমঠে উহা সাদরে রক্ষিত হইয়া থাকে এবং উহা বৌদ্ধ স্থবিরগণ একালপৰ্যন্ত বহু পবিশ্রমেয় সহিত, অধ্যয়ন করিয়া আসিতেছেন। অনেকগুলি পালিব্যাকরণ অাছে, তাহাদের মধ্যে কচ্চায়নকৃত ব্যাকরণ প্রাচীন ও উৎকৃষ্ট। অধ্যাপক এগলিং কহেন, কচ্চায়নের পালিব্যাকরণের নিয়মানুসারে কাতন্ত্র ব্যাকবণ রচিত হইয়াছে। এই পালিব্যাকরণ আট ভাগে বিভক্ত । সেই আট ভাগ বিবিধ অধ্যায়ে বিভক্ত হইয়াছে । গ্রন্থকার এইরূপে গ্রন্থারম্ভ করিয়াছেন ; যথা— “সিথান তিলোকমহিতম্ অভিবন্দি জগন বুদ্ধন চ ধৰ্ম্ম মমলান গণ মুও মঞ্চ সথস তস বচনাখ বরান স্থবোধন ব্যাখামি স্বত্বহিত মেথ্য স্থসন্ধিকপ্লান ৷ সোযান জিনিরিত নেয়েন বুদ্ধ লভত্তি তঞ্চপি তস বচনখি সুবোধনেন । অথ্যন চ অক্ষর পদেষু অনোহভাক মিয়খিক পদ মতে বিবিধন শূন্তেয় ॥” অর্থাৎ “আমি ত্রিলোক-জারাধা বুদ্ধদেব, তথা নিৰ্ম্মল ধৰ্ম্ম, ও স্থবিরমণ্ডলীকে বনানা করিয়া সন্ধিকল্পের গভীরার্থ স্বত্র অনুসারে ব্যাখ্যা করিতে প্রবৃত্ত হইতেছি ঃ জ্ঞানিগণ বুদ্ধদেবের উপদেশ হৃদয়ে ধারণ করিয়া চিরস্থখসম্ভোগ কবিয়া থাকেন t এক্ষণে র্যাহারা তাদৃশ যথার্থ হুখের আশা করেন, তাহার এই গ্রন্থের নানাপ্রকার ৰাক্যসংযোগ শ্রবণ করুন * * & এইস্থলে মর্শ্বানুবাদমাত্র করা হইয়াছে।