পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રં88 ঐতিহাসিক-রহস্য ।--দ্বিতীয় ভাগ । পালি ব্যাকরণের স্বত্র যথা— ১ । অৰ্থ অক্ষর সম্ভীত্তো । ২ । অক্ষর পাদ্যেয় একচত্তালিশন । ৩ । তথেী উদান্ত স্বর অখ । ৪। লহু মত্ব তয় রম্ব । ৪ । অন্ত দীঘূঘ । 한s I C적 조 ৭ । বগ পঞ্চ-পঞ্চাশ-মন্ত । " এইরূপে কচ্চায়ন ব্যাকরণ আরম্ভ করিয়া গিয়াছেন । তিনি বাৰ্ত্তিক দ্বার গ্রন্থব্যাখ্যা সুগম করিয়াছেন । ইহাতে কোন কোন স্থানে পাণিনিস্বত্র অবিকল গৃহীত হইয়াছে। যথা, পাণিনি “অপাদানে পঞ্চমী”, তথা কচ্চায়ন “অপাদানে পঞ্চমী” । এই গ্রন্থে অনেক বৌদ্ধতীর্থস্থানের উদাহরণ প্রদত্ত হইয়াছে। যথা— শ্রবস্তী, পাটলী, বারাণসী ইত্যাদি। 鄙 কেহ কেহ অনুমান করেন, কচ্চায়ন ব্যাকরণের বৃত্তি স্বয়ং রচনা করিয়াছিলেন ; কিন্তু তাহ অপ্রামাণিক ; যথা –

  • কচ্চায়নকৃতো ষোগো, বুত্তি চ সজঘনন্দিনে । প্যায়োগো ব্ৰহ্মদত্তেন, দ্যাসো বিমলবুদ্ধিনা ৷”

অর্থাৎ মূল কচ্ছায়নকৃত, বৃত্তি সভঘনদীর, উদাহরণ ব্ৰহ্মদত্তের ও দ্যাস বিমলবুদ্ধিকৃত । রূপসিদ্ধি এই বাকবণেব প্রসিদ্ধ টীকাকাব } বালীবতার। — এখানি সচবাচর প্রচলিত পালি-ব্যাকরণ । ইহা কচ্চায়নের ব্যাকরণের সংক্ষিপ্তসার, এবং এপর্য্যন্ত সিংহলে এতদেশীয় লযুকৌমুদীর স্থায় আদরণীয়। বালাবতার কচ্চায়নের ব্যাকরণ হইতে বিভিন্ন নিয়মানুসারে সঙ্কলিত । ইহার প্রথম অধ্যায়ে সন্ধি, দ্বিতীয় অধ্যায়ে নাম, তৃতীয় অধ্যায়ে সমাস, চতুর্থ অধ্যায়ে তদ্ধিত, পঞ্চম অধ্যায়ে আখ্যাত, ষষ্ঠ অধ্যায়ে কৃৎ ও উশান্ধি স্বত্র, এবং সপ্তম অধ্যায়ে কারক ও বিভক্তিভেদ নির্ণীত আছে। গ্রারম্ভে একটা গাখী আছে। যথা—