পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যথা প্রভাতের হইলে আলোক, তোমার আজ্ঞায় যত দেবলোক সোমরস পানে আনন্দ অন্তরে যজ্ঞস্থানে সবে করে গমন । গো, অশ্ব, অন্ন, আমাদের ঘরে তেমতি কৃপায় কর স্থাপন। দুৰ্ব্বল হউক বিপক্ষের বল, তব জয়ধ্বনি আমরা সকল পবিত্র হৃদয়ে করিব প্রদান। বিচিত্ৰ-বসনা মঙ্গলময়ি । সতত করিব তব যশঃ গান, হই যেন মোবা বিপক্ষজয়ী। অয়ি উষাদেবি ! হালোক-তুহিতা, বশিষ্ঠ প্রভৃতি যাজ্ঞিক-পূজিতা, তোমার রূপেতে তমঃ হয় দুর— বিশ্ববরণীয় মধুর রূপ ! তব কৃপা সদা পাইতে প্রচুর হইয়াছি মোর অতি লোলুপ। জৈমিনির মতে দেবতা নামক কোনও জৈব পদার্থ নাই। “ইন্দ্র” এই শঙ্কই দেবতা। তভিন্ন “ইন্দ্র” এই শব্দের অর্থ সহস্রাক্ষাদিযুক্ত কোন জীব নাই। যাগকালে দ্রব্যত্যাগের উদ্দেশুভূত দেবতার, “ইজায় স্বাহ৷” এই মন্ত্রমাত্রই দেবতা । মীমাংসা-দর্শনের ষষ্ঠাধ্যায়ে ইহার একপ্রকার বিচার করা হইয়াছে—