পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শালিবাহন ও সাতবাহন নৃপতি । ২৭৭ য়ন করিয়াছিলেন প্রতিষ্ঠান সাতবাহনের রাজধানী। তাহা তিনি স্বরম্য হধ্য-পরিখাবেষ্টিত দুর্গ দ্বারা পরিশোভিত করিয়াছিলেন । তিনি দক্ষিণপাঠের সকল লোকদিগকে ঋণমুক্ত ও অধীন করতঃ তাপী পৰ্য্যন্ত জয় করিয়া স্বীয় শক প্রচলিত করেন । জিনপ্রভাস্থরি কহেন, তিনি জৈনধৰ্ম্মে দীক্ষিত হইয়া সুদৃপ্ত চৈত্য নিৰ্ম্মাণ করিয়াছিলেন। র্তাহার সেনাপতিগণের মধ্যে পঞ্চাশ জন জৈনধৰ্ম্ম গ্রহণ করিয়া স্ব স্ব নামে মন্দির প্রতিষ্ঠা করিয়াছিলেন, জৈনধৰ্ম্ম সাতবাহনের প্রযত্নে উজ্জ্বলপ্রভা ধারণ করিয়াছিল । রাজশেখরকৃত প্রবন্ধকোষেও সাতবাহনকে মহারাষ্ট্রপ্রদেশস্থ প্রতিষ্ঠানপুরীর অধীশ্বর বলা হইয়াছে। জিনপ্রভাস্কবি ১৫ শত সম্বৎ মধ্যে, ও তিলকস্থরির শিষ্য রাজশেখর ১৪০৫ শকে বর্তমান ছিলেন। রাজশেখর চতুৰ্ব্বিংশতি প্রবন্ধে অন্তান্ত কবি প্রভৃতির মধ্যে সাতবাহন, বঙ্কাচ্ছল, বিক্রমাদিত্য, নাগাৰ্জুন, উদয়ন, লক্ষ্মণসেন এবং মদনকৰ্ম্ম, এই সপ্ত নৃপতির বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন । জিনপ্রভাস্থরি প্রতিষ্ঠান রাজধানীর এইরূপ বর্ণন করিয়াছেন । যথা— জীয়াজ্জৈত্ৰং পত্তনং পূতমেতদেগাদাবৰ্য্য৷ শ্ৰীপ্রতিষ্ঠানসংক্রং। স্বত্বীপীড়ং শ্ৰীমহারাষ্ট্রলক্ষ্মা রম্যং হৰ্ম্মৈনেত্ৰশৈত্যৈশ্চ চৈতৈাঃ ॥ ১ ॥ অষ্টাষষ্টিলৈৗকিক অত্র তীর্থ দ্বীপঞ্চাশজ্জঞ্জিরে চাত্ৰ বীরাঃ । পৃথ্বীশানাং ন প্রবেশোহর বীরক্ষেত্রত্বেন প্রৌঢ়তেজে রবীণাং ॥ ২ ॥ নগুতীতি পুটভেদনতোহম্মাৎ ষষ্টিযোজনমিতঃ কিল বত্ম। বোধনায় ভূগুকচ্ছমগচ্ছদ্ধাজিতে জিনপতিঃ কমঠাঙ্কঃ ॥ ৩ ॥ অম্বিতত্রিনবতেনবশত্যা অত্যয়েইত্ৰ শরদাং জিনমোক্ষাৎ । কালকো ব্যধিত বার্ষিকমাৰ্য্য-পৰ্ব্ব ভাদ্রপদগুরুচতুর্থ্যাম্ ॥ ৪ ॥ তত্তদায়তনপংক্তিবীক্ষণাত্র মুঞ্চতি জনো বিচক্ষণঃ। তৎক্ষণাৎ স্বরবিমাধধোরণী-জীবিলোকবিষয়ং কুতুহলং ॥ ৫ a সাতবাহনপুরঃসরা ঘৃপা-শ্চিত্রকারিচরিতা ইহাভবন। দৈবতৈবর্হবিধৈরধিষ্ঠিতে চান্ত্র সত্ৰসম্বনান্তনেকশ ॥ ৬ ॥ কপিলাত্রেয়-বুহম্পতি-পঞ্চালা ইছ মহীভূত্বপরোধীৎ। দ্যস্তস্বচভুলক্ষগ্রন্থার্থং শ্লোকমেকমপ্রথয়ন ॥৭ ॥