পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵՀ ঐতিহাসিক রহস্ত--দ্বিতীয় ভাগ। কাশ্মীরনিবাসী সোমদেবভট্ট-সঙ্কলিত কথাসরিৎসাগর গ্রন্থের প্রথম লম্বকে যে শতবাহনের বিবরণ আছে, তিনি আমাদিগের আলোচ্য নৃপতি হইতে পৃথক ব্যক্তি । বৃহৎকথার শতবাহন মহারাজ নন্দের সম-সাময়িক । আমাদিগের প্রস্তীবের আলোচ্য শালিবাহন বা সাতবাহন । শালিবাহনসপ্তশতীর গ্রন্থকারও মহারাষ্ট্র প্রদেশের নৃপতি। তিনি ১৭৯৯ বৎসর পূৰ্ব্বে বর্তমান ছিলেন। তাহার শক একালপর্যন্ত মহারাষ্ট্র প্রদেশে প্রচলিত আছে।