পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(क) পরিশিষ্ট । শ্ৰীহৰ্ষচরিত # । বাণভট্টের রচনা সংস্কৃত সাহিত্যভাণ্ডার উজ্জ্বল করিয়া রহিয়াছে। তাঁহার কাদম্বরীর উপভাসভাগ কথাসরিৎসাগর হইতে পরিগৃহীত হইয়াছে, কিন্তু গ্রন্থকার স্বীয় অসামান্ত ক্ষমতাপ্রভাবে সেই উপাখ্যানটী অমূল্যরত্ন করিয়া তুলিয়াছেন। কাদম্বরীর গদ্যরচনা অতি চমৎকার, ইহার নিকট স্ববন্ধুর বাসবদত্ত এবং দণ্ডীৱ দশকুমারচরিত কোন গুণেই শ্রেষ্ঠ বলিয়া লক্ষিত হয় না। বাণভট্ট খ্ৰীষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন। তিনি ও ময়ূরভট্ট সমসাময়িক ; ইহার উভয়েই ঐহর্ষের পারিষদ ছিলেন। চৈনিক পরিব্রাজক হিয়াঙ, সিয়াঙ, এই শ্ৰীহৰ্ষ নৃপতির রাজসভা দর্শন করিয়া তাহার বিস্তারিত বিবরণ স্বীয় ভ্রমণবৃত্তান্তে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। বাণকৃত কাদম্ববী তাঁহার শেষ কাব্য। তিনি তাহ সম্পূর্ণ করিয়া যাইতে পারেন নাই। তাহার পুত্র পিতার পরলোক প্রাপ্তির পর কাদম্ববীর উত্তরভাগ রচনা করিয়া গ্রন্থ সম্পূর্ণ করেন। বাণ কাদম্বরী ও শ্ৰীহৰ্ষচরিত নামক দুই খানি গদ্য কাব্য, চণ্ডিকাশতক নামক স্তোত্র এবং পাৰ্ব্বতীপরিণয় ও মুকুটতাড়িত নামক নাটক রচনা করিয়া সাহিত্য-সংসারের বিশেষ উপকার করিয়া গিয়াছেন। 尊 ঐহর্ষচরিত আমাদিগের প্রস্তাবের আলোচ্য বিষয়। এ নিমিস্তু ইহার প্রত্যেক অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে প্রদত্ত হইল । ১ম উচ্ছ, সে কৰিবংশ বর্ণন । বাণভট্ট যেরূপ আত্মপরিচয় প্রকাশ করিয়াছেন, তাহার সংক্ষেপে সঙ্কলঙ্গ এই,— - দুৰ্ব্বাস মুনিকর্তৃক শাপগ্ৰস্ত হইয়া সরস্বতী দেবী সাবিত্রীর সহিত শোণ নদের

  • মৎকর্তৃক এই প্রস্তাব “প্রতিকার” সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল। ३श्र्रेबिड जौबांनन् विप्रjीजां★tब्रङ्ग अक*िड ॥