পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট s २&> তীরে শাপক্ষয় করিবার জন্ত কালকৰ্ত্তন কবিতেছিলেন। এই সময় দধীচি মুনির সংসর্গে ইনি দুই পুত্র প্রসব করেন । দধীচি মুনির মাতা রাজা শর্যাতির কন্যা স্বকস্তা এবং পিতা চ্যবন। ১ম পুত্রট সারস্বত, ২য়ট বৎস নামে বিখ্যাত । এই বৎস হইতে বাৎস্ত বংশ প্রথিত। এই বংশে বাৎস্তায়ন প্রভৃতি মুনির জন্ম। ত্রেতা এবং দ্বাপর যুগ গেলে এবং কলিযুগের অনেক বৎসর অতীত হইলে এই বাৎস্তায়ন বংশে কুবেব নামক দ্বিজ জন্মগ্রহণ করেন। কুবেরের ৪ পুত্র । অচ্যুত, ঈশান, হর, পাশুপত । পশুপতির পুত্র ক্রহংস, শুচি, কবি, মহীদত্ত, ধার্থ, জাতবেদ, চিত্রভানু, ঐক্ষ, বিশ্বরূপ, মেঘদত্ত । এই চিত্রভানুর পুত্র বাণ, ইহঁার মাতার নাম মধ্যরাজদেবী। শিশুকালে বাণের মাতৃবিয়োগ হয়। পিতা প্রতিপালন করিয়া বাণের ১৪ বৎসর বয়ঃক্রমকালে মৃত্ত হন। বাণ ইতোমধ্যে সমস্ত শ্রুতি স্থতি অধ্যয়ন করিয়াছিলেন । পুর্ণযৌবন হইলে বাণের ব্রাহ্মণ্য ধৰ্ম্ম হইতে বুদ্ধি চলিত হইল, সমবয়স্ক তরুণদিগের সহিত মিলিত হইয়া দেশত্যাগ করিলেন। কিছুকাল বিদেশে থাকিয়া পুনশ্চ বিদ্যোপার্জনে প্রবৃত্ত হন। ক্রমে অনেক গুরুকুল এবং অনেক রাজকুল সেবা করিয়া বাণ এক্ষণে স্বদেশে আসিয়া পৈতৃক শাসন গ্রহণ করিলেন এবং ক্রমেই তাহার গৌরব বৃদ্ধি পাইতে লাগিল । ২য় উচ্ছ,সি । বাণ খ্যাত্যাপন্ন হইলেন । চতুৰ্দ্দিকৃ হইতে শিষ্য সমাগত হইতে লাগিল । অনেক যাগ যজ্ঞাদি ব্রাহ্মণ্য অনুষ্ঠান করিতে লাগিলেন, তাহার যশঃ চতুর্দিকে বিস্তীর্ণ হইল। এই সময় ঈশান-কোণাধিপতি শ্ৰীহর্ষদেবের ভ্রাত কৃষ্ণদেব ৰাণের সহিত বন্ধুতার আশায় তাহার নিকট পত্র লিখিয়া দূত পাঠাইলেন। এই দূতের নাম মেথলক। বাণ, বাজার পত্র অর্থাৎ বন্ধুত্বকরণের ইচ্ছা জ্ঞাত হইয়া, প্রথমতঃ তাদৃশ কাৰ্য্যে যাইবার অনিচ্ছা করিয়াছিলেন বটে, পরিশেষে স্বীকার করিলেন এবং চিন্তা করিলেন “কি করি ! নিষ্কারণ বন্ধু রাজার, এবং কৃষ্ণ দেবের আদেশ অন্যথা করিতে পারি না। কিন্তু রাজসেবা অতি, কষ্টদায়ক, ভূতাভাব বিষম, রাজকুল অতি গম্ভীর, সেখানে আমার পূর্বপ্রীতি নাই, বংশের কেহই তাঁহাকে নতি স্তুতি করে নাই, কোন উপকার স্বরণেরও অনুরোধ নাই, বাল্যকালের সেবাজনিত স্নেহও নাই, বিশেষতঃ