পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ * ঐতিহাসিকরহস্য ।--দ্বিতীয় ভাগ । সে কার্য্যে গৌরব কি ? প্রজাবিভাগজস্ত লাভের লোভও নাই, তাহীতে বিদ্যার কুতূহলও নাই, আকার-সৌন্দর্য্যের আদর নাই, সেবা করিবার কৌশলও জানি না।” (৩৮ পৃ, ৫ পংক্তির অচিন্তয়দিত্যাদি হইতে ১৫ পংক্তির শরণম্ পর্যন্ত সংস্কৃত দেখ )। ইত্যাদি বিবেচনা করিয়া পরিশেষে গমন করা স্থির করিলেন। গ্ৰীতিকুট হইতে প্রথম দিনে চণ্ডিকাকানন অতিক্রম, পরে মল্লকূট গমন। ২য় দিনে গঙ্গা উত্তরণ ও ষষ্ঠীগ্রাম বনগ্রাম গমন । ৩য় দিনে রাজভবনের নিকট, ৪র্থ দিনে রাজদ্বার, ক্রমে হর্ষদেবের সহিত সাক্ষাৎকার, কথোপকথন পরে বন্ধুতা সম্পন্ন হইল ।

  • . ৩য় উচ্ছস ।

তথায় তাহার শৈশবকালের অনেক বন্ধুর সহিত দেখা সাক্ষাৎ করিলেন । গণপতি, অধিপতি, তারাপতি ও শু্যামল নামক দ্বিজের সহিত সাক্ষাৎকার এবং শুীমলের সহিত অধিকতর বন্ধুত্ব হইল ; তিনি শিষ্য হইলেন। ইহার একদিন “হর্ষচরিতাদভিন্নং প্রতিভাতি হি মে পুরাণম্।।” ( ২৬ পৃষ্ঠায় ২ পংক্তি দেখ। ) ইত্যন্ত আৰ্য্যাশ্লোক সুস্ববে গান করিতে শুনিয়া হর্ষচরিত লিখিতে বাণকে অনুবোধ করেন। রাজাল সহিত বন্ধুতা করিয়া মধ্যে একবার আপন গৃহে আসিয়াছিলেন। (৬৪ পৃষ্ঠায ২২ পংক্তিতে “সন্ধ্যামুপাসিতুং শোণতটমষাসীৎ।” থাকায় তাহার স্থিতিস্থান বা রাজা শ্রীহর্ষের বাট শোণ নদের নিকটবৰ্ত্তী অমুমিত হইতেছে । ) শ্রীকণ্ঠ নামে জনপদ ছিল। স্থাওঁীশ্বর নামে গ্রাম। তাহার রাজা পুষ্পভূতি । ইনি শৈব । একদিন শুনিলেন, ভৈরবচাৰ্য্য নামে এক শৈব ছিলেন ; তিনি শিবের সাক্ষাৎ অংশ। ইহঁাকে দেখিবার নিমিত্ত রাজা ব্যগ্র থাকেন। দৈবযোগে ভৈরবচার্য্যের শিষ্য একদিন রাজধানীতে উপস্থিত হইয়া রাজাব সহিত সাক্ষাৎ করিল। ক্রমে ভৈরবচার্যের সহিত সাক্ষাৎকার, ভৈরব কর্তৃক রাজার দীক্ষা হইল । এই পুষ্পভূতির বংশে হুণ হরিণক নামে রাজা । ইহঁর মহিী যশোবতী। ইহঁর তনয়া আদিত্যভক্ত। ইহঁার প্রথম পুত্র রাজ্যবৰ্দ্ধন, দ্বিতীয়