পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । హిళి হর্ষদেব । তৎপরে এক কন্ত। প্রথমে কল্পার বিবাহ। পরে পুত্রের বিবাহ। জামাতার নাম গৃহৰ । ५ ৭ম উচ্ছস । একদা রাজ্যবৰ্দ্ধন হৰ্ণদিগকে জয় করিবার জন্ত গমন করিলে হর্ষদেব র্তাহার অনুসরণ করিলেন। কিছুদিন পরে তাছাকে পিতার পীড়ার সংবাদ দিয়া বাটতে আনয়ন করেন। হর্ষদেব নগরে "আসিয়া দেখেন, সকল ছিন্ন ভিন্ন। রাজার মৃত্যু, বশোবতীর খেদ, হর্ষদেবের বিলাপ। স্বামিশোকে যশোবতীর মৃত্যু, হর্ষদেবের বিলাপ । ৬ষ্ঠ উচ্ছসি। হর্ষদেব পিতৃ-মাতৃ-ভ্রাতৃ-শোকে কাতর হইয়া রাজ্য করিতে অনিচ্ছা করায় সাধু লোকেরা তাঁহাকে প্ৰবোধিত করিলে তিনি রাজ্যমধ্যে রাজা হইতে পুনঃ প্রবৃত্ত হন। তথাপি কোন উদ্যম করেন না। কিন্তু তিনি স্বপ্নে শুভস্বপ্ন ও জাগ্রতে শুভস্বচক নিমিত্তনিচয় দেখিতে পাইলেন। পরে এক দিন মনে হইল, গৌড়াধম তাঁহার ভ্রাতাকে অন্তায়ে বধ করিয়াছে। এইরূপ মনোবৃত্তি উত্তেজিত হওয়াতে তাহার হীনজন-স্থলভ শোক তাপ পলায়ন করিল, চিরস্থলভ জিগীষার উদয় হইল। এক দিন বলিলেন, “আমি স্কনা গুপ্তকে দেখিব।” স্কন্দ গুপ্ত দেখা করিল। তাহার সহিত পরামর্শ করিয়া দিগ্বিজয়, ও অপহৃত রাজ্য আহরণের প্রতিজ্ঞা করিলেন। ৭ম উচ্ছস । বিজয়ার্থ যাত্রা । সরস্বতীকুলে অবস্থান। হেমকূট পৰ্যন্ত পরাজয় করণ। করগ্রহণ। ভণ্ডিনামক রাজা তাহার শরণ গ্রহণ করেন । ৮ম উচ্ছ,সি । বন্ধু দিবাকর মিত্রের সহিত সাক্ষাৎকার। এক ভিক্ষুর সহিত সাক্ষাৎকার এবং বিবিধ বৃত্তান্ত। ভগিনী, ভগিনীপতির সংবাদ প্রাপ্তি। ভিক্ষুককে আচার্য স্বীকার। ভিক্ষুর সাঙ্গুন । ভিক্ষুর প্রস্থান।