পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミぬ8 ঐতিহাসিক-রহস্য —দ্বিতীয় ভাগ । এইস্থানে মুদ্রিত হর্ষচরিত সমাপ্ত। বোধ হয়, আরও কিছু আছে। কেননা অপূর্ণ রছিয়াছে। রাজা বিবাহাদি কৱিলেন কি না, বল হইল না। সম্প্রতি শ্ৰীহৰ্ষচরিত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকমধ্যে নির্বাচিত হইয়াছে, কিন্তু এপর্যন্ত আমরা একখানিও শুদ্ধ পুস্তক দর্শন করিতে পারিলাম না। তাহাতে কি প্রকারে বিদ্যালয়ে উহা পঠিত হইবে, তাহা বুঝিতে অক্ষম। সম্প্রতি শুনিলাম, বম্বাই প্রদেশে শ্ৰীহৰ্ষচরিত শঙ্কর পণ্ডিতকৃত টীকার সহিত মুদ্রিত্ত করিবার উদ্যোগ হইতেছে। আমরা পরিশুদ্ধ একখানি মুদ্রিত শ্ৰীহৰ্ষচরিত দেখিবার প্রতীক্ষায় থাকিলাম।