পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిg ঐতিহাসিক-রহস্য —তৃতীয় ভাগ। ইহাঁর ভ্রাতার নাম জম্মদেব। এই বোপদেব আমাদিগের আলোচ্য মুগ্ধবোধধ্যাকরণ-প্রণেতা বোপদেব হইতে পৃথক্ ব্যক্তি । বৈীপদেব ভাগবতের উপর প্রবন্ধত্ৰিতয় ( হরিলীলা, মুক্তাফল ও পরমহংসপ্রিয়া ), শতক্টোকচন্ত্রিক, মুগ্ধবোঁধ ব্যাকরণ, কবিকল্পক্রম ও তীক, কাব্যকামধেনু, রামব্যাকরণ প্রভৃতি লিখিয়াছেন । তাহীদের মধ্যে মুগ্ধবোধ ব্যাকরণ প্রসিদ্ধ। ধাতুপাঠের আরম্ভে তিনি ইঞ্জ, চন্দ্র, কাশকৃষ্ণ, জাপিশলি, শাকটায়ন, পাণিনি, অমর ও জৈনেন্ত্র এই অষ্ট প্রসিদ্ধ শাদিকের মামোল্লেখ করিয়া গ্রন্থারম্ভ করিয়াছেন। . মুগ্ধবোধ ব্যাকরণ এত সংক্ষেপে নিৰ্ম্মিত যে, বোপদেব পাণিনির সমুদয় সূত্রের মৰ্ম্ম ইহার ১১১শত সূত্রে নিহিত করিয়াছেন ৷ বোপদেব বৈয়াকরণিক সংজ্ঞা অর্থাৎ নাম ও পবিভাষার অক্ষর পর্যন্ত কৰ্ত্তন করিয়াছেন। যথা বৃদ্ধির—ত্ৰী, গুণের—ণু, দীৰ্ঘেব—ঘ, সমাসের—স ইত্যাদি । লটু, লোটু, লঙ, ইত্যাদি পরিভাষার স্থানে কী, খী, গী, ঘী, ইত্যাদি। এক অক্ষরে নামের সঙ্কেত করিয়াছেন, দ্ব্যক্ষর সংজ্ঞা প্রায় নাই । “আদিগেচোর্ণী” এই স্বত্র দ্বারা বোপদেব পাণিনির দুইটি স্বত্র সঙ্কলন কবিয়াছেন। “ঘলীয়বায়াবেtহচাঁচঃ” এই সুত্রে পাণিনির দুইটি স্বত্র নিবিষ্ট আছে । এইরূপ কোথাও দুই, কোথাও তিন, কোথাও চারি পর্যন্ত সুত্রের কাৰ্য্য বোপদেবের এক সুত্রে নির্বাহ হয়। এইরূপ সংক্ষেপ করাতে মুগ্ধবোধ ব্যাকরণ অত্যন্ত কঠিন হইয়া উঠিয়াছে ; তাহাতে টীকা ব্যতীত সংস্কারলাভের আশা নাই। মুগ্ধবোধের স্বত্রগুলির উচ্চারণ অতি কঠোর ও ক্লেশজনক। তাহার কারণ, ২৩৪ বর্ণ একত্রে এবং একযোগে, একপ্রযত্নে উচ্চারণ করিতে হয় ৷ যথা— “বানছতীকে ধোর্বোহকুছুরোহখেঃ” ঘুর্ণেহাস্তেনোহবকুপৃম্ভরেংপতাক পঙ্কযুবাহঃ সসেপস্তাদেনৈকাচকোস্ত বা ” ইত্যাদি। ৰোপদেব বৈষ্ণবধৰ্ম্মাবলম্বী ছিলেন, এজষ্ঠ উদাহরণ সমস্ত বিষ্ণুনামঘটিত করিয়াছেন। বোপদেবের বা তচ্ছিষ্যের অভিপ্রায় এই যে, ব্যাকরণশিক্ষণ এবং হরিনামকীৰ্ত্তন এই দুইটি একস্থানে পাওয়া স্বহুলভ। মুগ্ধবোধ ব্যতীত অন্ত ব্যাকরণে উহা লাভ হয় না, এজন্ত মুগ্ধবোধ ব্যাকরণই পাঠ্য হউক। যথা—