পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆల్సిty ঐতিহলিক-রহস্ত –তৃতীয় ভাগ । রামান্থজের গ্রন্থে ভাগবতের প্রমাণ উদ্ধৃত হইয়াছে –স্থতিকালতরঙ্গেশ্ব আতে রামাজুজ ১৭৪৯ শকাক্সে বর্তমান ছিলেন । স্বতরাং তিনি বোপদেবের , পুৰ্ব্ববৰ্ত্তী । • , কাশ্মীরদেশীয় ক্ষেমেক্স-প্রকাশে, ক্ষেমেক্স ভাগৰতের উল্লেখ করিয়াছেন । এই ক্ষেমেক্স রাজতরঙ্গিণীকার অপেক্ষ প্রাচীন, কেননা, তিনি “ক্ষেমেন্দ্রস্ত স্থপাবলেী” এই কথা বলিয়া ক্ষেমেন্দ্রকৃত রাজাবলীর কথা, গ্রহণ করিয়াছেন । ইহাতেও ভাগবতের প্রাচীনত্ব সপ্রমাণ হইতেছে। ভাগবত ৰোপদেবের বহুকাল পুর্বের গ্রন্থ না হইলে কি জন্ত হেমাদ্রি বোপদেবের সমসাময়িক হইয় তাহার প্রমাণ সাদরে চতুর্বর্গচিন্তামণি-মধ্যে গ্রহণ করিয়াছেন ? তিনি যদি ভাগবত, বোপদেবকৃত কৃত্রিম পুরাণ, জানিতেন, তাহা হইলে ভাগবতের প্রমাণ, কখনই গ্রহণ করিতেন না। ভাগবত বোপদেব-প্রণীত আধুনিক গ্রন্থ হইলে, তাহী কখনই চৈতন্যদেব, রূপ, সনাতন, জীব গোস্বামীর দ্বারা আদৃত হইত না । ভাগবত বোপদেব-প্রণীত গ্রন্থ হইলে তাহার স্বপ্রসিদ্ধ, প্রাচীন ও মান্ত লেখকগণ কি জন্ত টীকা করিলেন ? নিয়ে ভাগবতের টীকাসমূহের উল্লেখ করা গেল, ইহার ফধ্যে বোপদেব কৃত ৩ খানি টাকা আছে –

  • ঐধরীয়, বিজয়ধ্বজ, হরিলীলা, মুক্তাফল, পরমহংসপ্রিয়; বিদ্বৎকামধেনু, মম্বন্ধ্যেক্তি, তত্ত্বদীপিক, শুকহদয়, সুদর্শনী, মুনিপ্রকাশিকা, প্রহর্ষণী, ষান্থপতী, বৃহত্তোষিণী, চক্ৰবৰ্ত্তীয়, সন্দর্ভ, বোধিনীসার, মাধবীয়, বামনী, একনার্থী, পুরুষোত্তমী, মধুসূদনী ইত্যাদি ”

ষে যে প্রসিদ্ধ গ্রন্থে ভাগবতের নামোল্লেখ আছে, তাছার নামগুলি নিমে eअख छ्हेन - গৌরীতন্ত্র ২ পটল, পদ্ম-পুরাণ, গরুড়-পুরাণ, নারদ-পুরাণ, স্কনা-পুরাণ, তত্ত্বপ্রকাশিকা, তাৎপর্যাচন্ত্রিকা, দিনত্রয়-মীমাংস, ক্ষীরনিধি, সদাচারবৃহস্পতি-ব্যাখ্য', স্মৃতি-কৌস্তুভ, স্মৃত্যর্থ-সাগর, নির্ণয়রত্ন, বিদ্যারণ্যমুনিকৃত জীবন্মুক্তি-প্রকরণ, হেমাদ্রিকৃত ব্রতখও ও দানথও, নির্ণয়সিন্ধু, ভট্টোজীীক্ষিতকৃত পূজাপ্রকরণ, লাগোজিভট্টকৃত আহিকশেখর, সংস্কায়কৌস্তভ, মথুরাসেতু, শ্ৰাদ্ধময়ুখ, ব্যবহারময়ুখ, কালনিকর, বিধান-পারিজতি, ভোজনপ্রকরণ, প্রয়োগপারিজাত, আচারস্বত্ব, সংবৎসরপ্রদীপ, কলিধৰ্ম্মপ্রকরণ, অদ্বৈতীনন্দসাগর, কালনির্ণ, কালনির্ণয়