পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক রহস্ত-প্রথম ভাগ । ليبيا মাজ । প্রথমাবস্থায় চন্দ্রগুপ্ত পঞ্চাবে অবস্থিতি করতেন, ও এই প্রদেশে তক্ষশিলানিবাসী চাণক্য পণ্ডিতের সহিত র্তাহার সৌহার্দ হইয়াছিল। চন্দ্রগুপ্ত জগণ্য ছিকুৰুপতিগণের সহযোগে আলেকজওরের গ্রীকৃ সৈন্তগণকে এককালে ভারতবর্ষের শেষ সীমা হইতে দুরীভূত করিয়া দিয়াছিলেন। হিন্দু-ভূপালবর্থের একণ্ঠী নিবন্ধগ আলেকৃজণ্ডারের দ্যায় দিগ্বিজয়ী বীর ভারতবর্ষের কোন প্রধান নগর অধিকার করিতে পারেন নাই। কেবল পঞ্জাবের কিয়দংশ মাত্র জয় করিয়াছিলেন । চজগুপ্ত পাটলিপুত্রের সিংহাসনারোহণ করিয়া চাণক্যকে প্রধান অমাত্যপদে অভিষিক্ত করেন। তাছার উপদেশ ডিক্স সহসা কোন কার্য্যে হস্তক্ষেপ করিতেন না । * মহাবীর আলেকৃজণ্ডারের মৃত্যুর পর তাছার প্রধান সেনাপতি সিলুকিস্ সিরিয়া হইতে বহু সৈন্ত সমভিব্যাহারে চন্দ্রগুপ্তকে দমন করণার্থ মগধাভিমুখে যাত্র করিয়াছিলেন । কিন্তু চন্দ্রগুপ্ত অসীম সাহস সহকারে তাহার গতি অবরোধ করায় তিনি সসৈন্তে আৰ্য্যভূমি পরিত্যাগ করেন, এবং অবশেষে চক্রগুপ্তের সহিত সন্ধি স্থাপিত হয়। র্তাহার একটি রূপলাবণ্যবতী দুহিতাকে চন্দ্রগুপ্তের সহিত বিবাহ দিয়াছিলেন। চন্দ্রগুপ্ত ববনকন্ত। সাদরে গ্রহণগুৰ্ব্বক বিবাহ করাতে হিন্দু গ্রন্থকারগণ তাৰ লিপিবদ্ধ করেন নাই, কিন্তু গ্ৰীকৃ পুরাবৃত্ত-লেখক স্ত্রাবো এ বিষয় প্রকারান্তরে উল্লেখ করিয়াছেন। মেগাস্থিলিস গ্রীকৃ-রাজদূত স্বরূপ পাটলিপুত্রে অবস্থিতি করিতেন । তাহার দ্বারা গ্ৰীকৃগণের সহিত চন্দ্রগুপ্তের বন্ধুত্ব ক্রমে বদ্ধমূল হইয়াছিল। চন্দ্রগুপ্ত বাবিলন নগরীতে সিলুকিসের সমীপে সৰ্ব্বদা বহুমূল্য উপহার প্রেরণ করিয়া র্তাহাকে সন্তুষ্ট করিতেন। এ বিষয় স্ববিখ্যাত যবন ইতিহাসলেখক জস্তিন প্ল তার্ক, আরিয়ান প্রভৃতি স্বস্ব ইতিহাসে লিখিয়া গিয়াছেন। চন্দ্রগুপ্ত তৎ কালে ভারতবর্ষীয় সকল নৃপতির শিরোয়ত্নস্বরূপ ছিলেন। তিনি ২৪ বৎসর রাজ্য শাসন করিয়া লোকাস্তুর গমন করেন। তাহার পুত্র বিন্দুসার ২৯১ খ্ৰীঃ পুঃ রাজ্যাভিষিক্ত হয়েন। তাহার রাজ্যকালে গ্ৰীকৃরাজদূত দ্যোনিসস, নৃপতি টলমি ফিলেদেলফস কর্তৃক প্রেরিত হইয়াছিলেন। ২৮৯ খ্ৰীঃ পুঃ ৰিজুলার

  • क्रांशंका छञ्जष्धcछब्र भख्रिङ्ग अन्न भिन कब्रिग्रांग्लिशन, श्रृंब्रड़ यांनधश् श्वगई थठि*ांजनांर्थ ঘনেই থাকিতেন, রাজধানীতে থাকিতেন না। এবং বানগ্রন্থের ভক্ষই ভোজন করতেন। চঞ্জগুপ্তের কিছু গ্রহণ করিতেন না। অতএব, ইনি চত্রগুপ্তের অবৈতনিক মন্ত্রী ছিলেন।