পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুমারপাল। কুমারপাল হিন্দুধৰ্ম্ম পরিত্যাগ করতঃ জৈনধৰ্ম্মে দীক্ষিত হইয়া জৈন সম্প্রদায়ের সবিশেষ উন্নতি সাধন করিয়াছিলেন। জৈন ইতিবৃত্তসমূহ কুমারপাল ও হেমস্থরির গুণানুবাদে পরিপূর্ণ রহিয়াছে। এই প্রস্তাব পাঠে পাঠকবর্গ দেখিতে গাইবেন যে, জৈনগণ অতি মুনিয়মে প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনী লিপিবদ্ধ করিতেন। আমরা বিবিধ দুষ্প্রাপ্য জৈন ঐতিহাসিক গ্রন্থ বহুপরিশ্রম স্বীকার করিয়া সঙ্কলনে প্রবৃত্ত হইয়াছি এবং ক্রমে ক্রমে তাহ পুরাতত্ত্ব-প্রিয় পাঠক মহোদয়গণকে উপহার প্রদান করিব। জৈন-মাহাত্ম্য-প্রকাশক গ্রন্থনিচয় ভবিষ্যৎ পুরাণের ন্তায় অলৌকিক বিবরণে পরিপূর্ণ, এজন্ত তাহার মত এ সকল প্রস্তাবে গ্রহণ করিব না। আমরা কেবল জৈন ঐতিহাসিক প্রবন্ধের সারাংশ আলোচনায় প্রবৃত্ত হইলাম। সোমসুন্দর স্বরির শিষ্য জিনমগুলোপাধ্যায় কুমারপাল-প্রবন্ধ রচনা করেন। ইহার সংক্ষেপ-বিবরণ স্থলে গ্রন্থকার, লিখিয়াছেন— “ততশেলুকাবশৈকমেক্তিকস্ত মহৌজসঃ। শ্ৰীহেমচন্দ্রস্তরীন্দ্রপাদপদ্মোপসেবিনঃ ॥......(৭) জিনধৰ্ম্মরসাবেশোল্লাসোল্লাসিতচেতস: | কৃপৈকপ্রাণনাথন্ত ... --- ...(b) রাজ্ঞঃ কুমারপালন্ত স্বরসজ্ঞাপুপূৰ্ষয়া। প্রবন্ধং বচ:মি কিঞ্চন ॥ (১) চেলুক্য বংশের একমাত্র মণিস্বরূপ মহাতেজ কুমারপাল রাজার সম্বন্ধে কিঞ্চিৎ প্রবন্ধ বলিতে উদ্যত হইয়াছি। রাজা কুমারপাল হেমচন্দ্র সুরির শিষ্য এবং তিনি জৈন-ধৰ্ম্মের রসাবেশে উল্লসিতচিত্ত ছিলেন ও কৃপাদেবীর এক অর্থাৎ অদ্বিতীয় নাথ ছিলেন – এই বলিয়া গ্রন্থাবতরণ করিয়া প্রথমে জিন-সম্প্রদায়ের বংশৰূর্ণনা করিয়াcछ्न | सू५],