পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুমারপাল । ులు করান হইয়াছিল। ইহার পূজা করিয়া “সরস্বতী-যোগানামক” পুস্তকালয়ে রাখা হয়। এই সময়ে পণ্ডিতেরা মিম্নলিখিত গাথ পাঠ করিয়াছিলেন।

  • ••••••পাণিনিপ্রলপিতং কাতন্ত্রকে কী কথা, মা কাষীঃ কটুশাকটায়নবচঃ ক্ষুত্রেণ চান্ত্রেণ কিম্।

শ্রয়ন্তে যদি তবিদৰ্থমধুরাঃ ঐসিদ্ধহেমোক্তয় ॥ অর্থাৎ যদি ঐসিদ্ধ হেমের মধুৰ উক্তি শ্রবণ কয়, তবে পাণিনির ব্যাকরুণ প্রলাপ বলিয়া বোধ হইবে, সুতরাং কাতন্ত্র প্রভৃতির ত কথাই নাই। শাকটায়নের ব্যাকরণ ভাল বটে, কিন্তু বড় কটু। ক্ষুদ্র চান্দ্র ব্যাকরণ কোন কার্য্যে আইসে না । ইত্যাদি। দধিস্থলী পুরের ভীমদেবের পুত্র ক্ষেমবাজ ও তৎপুত্র দেবপ্রসাদ । ইহার পুত্র ত্ৰিভূবনপাল ও ভাৰ্য্য কাশ্মীরা দেবী। ইহঁরই গর্ভে কুমারপালের জন্ম। ইনি যুদ্ধ-বিজ্ঞানে পারদর্শী এবং নীতি-পরায়ণ ভূপতি ছিলেন। কুমারপাল হেমচন্দ্রের নিকট নানা সদ্বপদেশ প্রাপ্ত হন। কুমারপাল জয়সিংহের সমীপে থাকিয়া পরিশেষে দধিস্থলীতে রাজ্যভোগ করিয়াছিলেন। পূৰ্ব্বোক্ত সিদ্ধ রাজার সন্তান ছিল না। ইনি সস্তান-কামনায় হরি-বংশাদি শ্রবণ ও অনেক ক্রিয়াকাগু করিয়াছিলেন। তৎপরে হেমচন্দ্রের উপদেশে তীর্থভ্রমণও করিয়াছিলেন । তিনি রাজ্যলোভে ত্ৰিভূবনপালকে গোপনে বিনাশ করিয়া কুমারপালকে বিনাশ করিতে মনস্থ করিয়াছিলেন। তাহ সিদ্ধ হয় নাই, কিন্তু কুমারপাল রাজচ্যুত হইয়াছিলেন। তিনি রাজাহীন হইয়া দেশে দেশে ভ্রমণ করিয়াছিলেন। হেমচন্দ্রের সহিত র্তাহার এই অবস্থায় পুনশ্চ সাক্ষাৎ হয় । হেম তাহাকে বলিলেন – “ভে কুমার। গুণধার ! নবাজেশ্বর-বৎসরে ( ১১১৯ ) ! চতুর্থাং মার্গশীর্ষস্ত খামায়াং রবিবাসরে । পুষ্যকক্ষেইপরাহ্লে চ তব রাজ্যং প্রজারতে ”—* अपकहिखाभनि अप्इ जिबिउ चाप्ड "वियनारंगमबा६ °"एड५

  • মেরুভুজাচার্ষাকৃত

ঞ্জিক গুরুদশম্যাং কুমারপালস্য রাজ্যাত্তিৰেকে ৰংৰ ।” नलिङिक्षिोंश्चाह॥घ्रच्(*१ठीभि८७* बेt 8vరి