পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

அ' ঐতিহাসিক-রহস্ত -তৃতীয় ভাগ। অর্থাৎ ১১৯৯ সাৎ অঘোর অগ্রহায়ৰ কৃষ্ণ চতুর্থীতে ভূমি রাজ্য পাইবে। কুমার মন্ত্ৰিগৃহে লুকায়িত থাকিতেন। বিজয়সিংহ জেৰ তাহার বিনাশার্থে চর নিযুক্ত করিয়াছিলেম, চর সন্ধান করিয়া সেখানে গিয়া হেম স্থরিকে জিজ্ঞাসা করিল। কিন্তু তিনি মিথ্যা করিয়া বলিলেন “এখানে মাই।” হেমাচাৰ্য্য মনে করিলেন “প্রাণপরিত্রাণং মহৎ পুণ্যম।” মিখ্যা বলার পাপ অপেক্ষ এক জনের প্রাণ রক্ষা করায় মহৎ পুণ্য লাভ হয়। কুমারপাল পরিত্রাণ পাইয়। ভৃগুকচ্ছে গেলেন। তৎপরে কৈলম্বপত্তনে গমন করেন। এই কৈলা-স্বামী ইহঁাকে স্বীয় রাজ্যের অৰ্দ্ধ প্রদান করেন এবং তাহারই সাহায্যে পুনৰ্ব্বার স্বরাজ্য প্রাপ্ত হন । তিনি প্রতিষ্ঠানপুরে কিয়দিবস অবস্থিতি করিয়া উজ্জয়িনীতে গমন করেন। এখানে বিক্রমাদিত্যের স্বযশ শুনিলেন । এক জন বৃদ্ধকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন “বিক্রমাদিত্যের সিদ্ধসেন দিবাকর নামে এক পার্ষদ ছিলেন, তিনি জৈন-মতাবলম্বী ছিলেন। বিক্রমাদিত্য র্তাহার উপদেশ সতত গ্রহণ করিতেন।” কুমার এখান হইতে নগেন্দ্রপত্তনে গমন করেন। তিনি তাহার ভগিনীপতি শ্ৰীকৃষ্ণদেবের গৃহে থাকিলেন । ইহার ভগিনীর নাম প্রেমল দেবী। এপর্য্যস্ত ইনি রাজ্য প্রাপ্ত হয়েন নাই । ইহার পরেই অবসর ক্রমে খড়গধারণপূর্বক সিংহাসন গ্রহণ করেন এবং সেই সময়ে বলিয়াছিলেন যে, খড়গেনাক্রম্য ভুঞ্জীত বীরভোগ্যাং বস্থঙ্করাম।” এই কার্ধ্যে তাহার ভগিনীপতি কৃষ্ণদেব প্রভৃতি সস্তুষ্ট হইয়াছিলেন। তিনি সম্বৎ অব্দের ১১১৯ বর্ষে মার্গশীর্ষ চতুর্থীতে পুনৰ্ব্বার রাজত্ব প্রাপ্ত হইলেন। এখন ইহার বয়স ৫০ বর্ষ। উদয়ন তাহার মহামাত্য ছিলেন। ইনি পণ্ডিত, সৰ্ব্বগুণযুক্ত এবং কুমারের পূৰ্ব্বোপকারী। ৫০ বৎসর বয়সে কুমার স্বয়ং রাজকাৰ্য্য করিতে লাগিলেন। পূর্বের বৃদ্ধামাত্য ক্রুদ্ধ হইয়া ইহঁাকে গোপনে বিনাশ করিতে চেষ্টা পাইয়াছিল, কিন্তু তিনি তাহা জানিতে পারিয়া তাহাকেই বিনাশ করিয়াছিলেন । যখন কুমারপাল এই সকল রাজ্য জয় করিয়াছিলেন, যথা— পূৰ্ব্বদিকে শূরসেন, কুশাবর্ত, পাঞ্চাল, বিদেহ, দশার্ণ, মগধ ইত্যাদি । উত্তর দিকে কাশ্মীর, উড্ডয়ন, জালন্ধর, সপাদ, লক্ষ, পৰ্ব্বত প্রকৃতি পৰ্ব্বতীয় অসত্য দেশ। দক্ষিণে—লাট, মহারাষ্ট্র, তিলঙ্গ। তৎপশ্চিমে স্বরাষ্ট্র, ব্রাহ্মণ বাহুক, পঞ্চনদ এবং সিন্ধুলেীবীর প্রভৃতি। এই দিগ্বিজয়-কালে পিন্ধুর পশ্চিম