পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাপতি বিছলণ। সংস্কৃত সাহিত্য-ভাণ্ডার মধ্যে কালিদাস, ভারবি, ভবভূতি, শ্ৰীহৰ্ষ, মাঘ প্রভৃতি কবিগণের মাম বহুকাল হইতে প্রসিদ্ধ রহিয়াছে এবং তঁহাদিগের কাব্য ও নাটকনিচয় এ কাল পর্য্যন্ত বিস্কার্থিগণ অতিশয় আগ্রহের সহিত পাঠ করিয়া বিদ্যার্জন করিতেছেন ; কিন্তু কবিবর বিছলণের নাম গন্ধও অনেস্কের কর্ণ-কুহরে প্রবেশ করে নাই। প্রসিদ্ধ আলঙ্কারিকগণের গ্রন্থমধ্যেও উল্লিখিত কবিনিচয়ের কাব্য হইতে বহুল পরিমাণে উদাহরণ উদ্ভূত হইয়াছে, কিন্তু তাঁহাতে বিহলণের বিক্রমাঙ্কদেব-চরিত মহাকাব্য হইতে কোন উদাহরণ উদ্ধৃত হয় নাই—এমন কি অনেক স্থপণ্ডিত ব্যক্তি এই গ্রন্থের নাম পর্যন্তও শুনিয়াছেন কি না সন্দেহ। সম্প্রতি জশল্মীর জৈন ভাওরি হইতে সংস্কৃতবিদ্যা-বিশারদ বুলার মহোদয় একখানি প্রাচীন হস্ত-লিখিত “বিক্রমাঙ্কদেব-চরিত” প্রাপ্ত চইয়া, তাহাই বিশেষরূপে পরিদর্শনানন্তর মুদ্রিত ও প্রচারিত করিয়াছেন। তিনি এতাদৃশ যত্ন করিয়া প্রচার না করিলে কিছু কাল পরে উহার নাম পৰ্য্যস্ত সাহিত্যসংসার হইতে লোপ পাইত। আমরা ঐ মুদ্রিত গ্রন্থ হইতে কবি-বৃত্তান্ত নিয়ে সঙ্কলন করিলাম। “বিহুলণ পঞ্চাশিকা” এই নামে ৫০ট কবিতা-পূর্ণ একখানি ক্ষুদ্র কাব্য কোন কোন স্থানে প্রচলিত আছে। কিন্তু সেই কবিতাগুলি চোর-কবিকৃত “চোর পঞ্চাশৎ’ বলিয়া এতদ্দেশে প্রসিদ্ধ। "বিস্কাণ পঞ্চাশিকার" একটা ক্ষুদ্র পূর্বপীঠিক আছে। তাহা কোন আধুনিক পণ্ডিতের কৃত। তাহাতে লিখিত আছে, বিজ্ঞাণ গুজরাটাধিপতি বীরসিংহতনয় চন্দ্ৰলেখা বা শশিলেখাকে বিদ্যা শিক্ষা দিতেন এবং কিছুকাল পরে রাজকুমারী তাহাকে গান্ধৰ্ব্ব বিধিতে বিবাহ করেন। রাজা এই গোপনীয় বিবাহব্যাপার অবগত হইয়া এক কালে ক্রোধে অধীর হওত বিহলণের শিরচ্ছেদনের অনুজ্ঞা প্রদান । করিলেন। কিছলণ বধ্যস্থলে নীত হইলে এই “পঞ্চশিকা” দ্বার স্বীয় মনের ভাৰ-ব্যক্ত করিয়াছিলেন। রাজা দুতার সেই কবিতাগুলি প্রাপ্ত হইয়া جی 88