পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి. ఆ ঐতিহাসিক-রহস্য —তৃতীয় ভাগ । ত্যাগিনং হর্ষদেবং স শ্রীত্ব সুকবিবান্ধবং । বিছলণে বঞ্চনাং মেনে ৰিভূতিং ভাবতীমপি।” অর্থাৎ কলশরাজের রাজ্যে গমনার্থ কাশ্মীর হইতে নির্গত হইলে কর্ণাট পার্মাড়িরাজ যাহাকে বিদ্যাপতি করিয়াছিলেন ; কর্ণাট সৈন্তের মধ্যে গমনকাৰী রাজার সন্মুখে যাহার আতপত্র দৃষ্ট হইয়াছিল ; সেই বিলণ কবিবান্ধৰ হর্ষদেবকে ত্যাগধক্ষ্মী শ্রবণ করিয়া আপনার তাবৎ ঐশ্বর্যাকে বিড়ম্বন মনে করিলেন । ত্রিভুবন-মল্পদেব কল্যাণের সিংহাসনে ১০৭৬ হইতে ১১২৭ খৃষ্টাব্দ পর্য্যন্ত উপবিষ্ট ছিলেন, সুতরাং বিহ্বলণও এই সময় মধ্যে ভারতবর্ষে ঘর্তমান ছিলেন, স্থির হইতেছে। পুনরায় বিহুলণ স্বয়ং লিথিয়াছেন, “কাশ্মীরাধিপতি অনন্ত ও কলশ উভয়েই তাছার সমসাময়িক ।” রাজতরঙ্গিণীতে লিখিত আছে, “অনন্ত ৩৫ বৎসর রাজ্য করিয়া তাহার পুত্র কলশকে রাজ্যাভিষিক্ত করতঃ তাহার সহিত একযোগে পুনরায় পঞ্চদশ বৎসর রাজা করিয়াছিলেন ; তৎপরে কলশের অসচ্চরিত্রত প্রযুক্ত বিরক্ত হইয়া দুই বৎসর ৬ মাস বিজয়-ক্ষেত্রে বাস করেন। অবশেষে নিদারুণ কষ্ট সহ করিয়া আত্মহত্যা সম্পাদন করিয়াছিলেন। স্বামীর মৃত্যুসংবাদে স্বৰ্য্যমতী বা স্বভট জলস্ত চিতায় আত্মসমর্পণ করতঃ বৈধব্য যন্ত্রণ হইতে মুক্ত হইয়াছিলেন।” জেনেরেল কনিংহাম সাহেব কহেন, “১০৮০ খৃষ্টাব্দে অনন্তদেব আত্মহত্যা সম্পাদন করেন এবং উহায় পুত্র কলশরাজ ১০৮৮ খৃষ্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করিয়াছিলেন।” বিদ্যাপতি বিহলণ র্তাহার আশ্রয়-পাদপ চালু ক্য-বংশীয় কর্ণাট-রাজের (বিক্রম) সন্তোষের জন্ত তচ্চয়িত্র “বিক্রমাঙ্কজেব-চরিত” রচনা করিয়াছিলেন । যথা— “তেন প্রীত্যৈ বিবচিতমিদং কাব্যমব্যাজকাস্তং কর্ণাটেনোর্জগতি বিদুষাং কণ্ঠভূষাত্বমেতু ” পণ্ডিতবর বুলার সাহেব অনুমান করেন, এই কাব্য ১০৮৫ খৃষ্টাব্দে রচিত ছইয়াছে। তাছা হইলে বিহলণেব প্রাচীন বয়সে এই কাব্য লিখিত হয়। বিক্রমাঙ্কদেব-চরিত কাব্যের প্রথম সর্গে চালুক্য বা চেলুক্য বংশের বিবরণ বিবৃত হইয়াছে ; তাঁহাতে লিখিত আছে, “ব্ৰহ্মার চুলুক অর্থাৎ আচমনীয় জলগওষ হইতে এক বীরপুরুষ জন্মিাছিলেন। দেবতার হিণ্ডের জন্তই ব্রহ্ম ইৰাকে স্বাক্ট করেন।” যথা