পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধজাতক গ্রন্থ। N)్ఫూ কিংবা অরণ্যে বাস কর, তৎপরে আমার পরলোকাস্তে রাজ্যাধিকার করিতে যত্নশীল হইবে।” এই বলিয়া তিনি গ্রহাচাৰ্য্যকে তাহার মৃত্যুকাল নির্ণয় করিতে আদেশ করায়, তাহার দ্বাদশ বৎসর ধরামগুলে জীবিত থাকিবার বিষয় অবগত হইলেন, এবং কুমারদ্বয়কে সেইকাল অস্তে স্বরাজ্য অধিকার করিতে আসিবার আজ্ঞা প্রদান করিলেন। র্তাহার পিতৃ-আজ্ঞা পালন জন্ত সজল নেত্রে পিতার চরণ বন্দনা করিয়া বিদায় হইলেন। রাজকুমারী সীতাও পিতার নিকট হইতে বিদায় লইয়া ভ্রাতৃদ্বয়ের সঙ্গিনী হইলেন। র্ত্যহার তিন জনে হিমালয় সন্নিকটে কুটার নিৰ্ম্মাণ করত: ফলমূল আহারে জীবন অতিবাহিত করিতে লাগিলেন। সীতা ও লক্ষ্মণ সৰ্ব্বদা ফলমূল আহরণ করিয়া রামচন্দ্রকে প্রদান করিতেন । ইহঁাদিগের বনগমনের নয় বর্ষ মধ্যেই রাজা দশরথের পুত্ৰশোকে মৃত্যু হইল। ভরত পিতার অস্ত্যেষ্টি ক্রিয়া সমাপন করিয়া সিংহাসনারূঢ় হইতে চেষ্টা করিলেন । কিন্তু মন্ত্রিগণ রাম জীবিত থাকিতে তিনি রাজ্যাধিকারী নহেন কহিলেন, সুতরাং ভরত তাঁহা হইতে নিবৃত্ত হইয়া অসংখ্য সৈন্ত- - সামস্ত সমভিব্যাহারে রামের উদ্দেশে বনে গমন করিলেন। পর্ণকুটীরে অরণ্য মধ্যে রামের সহিত র্তাহার সাক্ষাৎ হইল। তিনি দেখিলেন, শান্তমূৰ্ত্তি রাম স্পন্দরহিত হইয়া বসিয়া আছেন। ভরত র্তাহাকে ভক্তিসহকাৰু প্ৰণিপাত করিয়া পিতার মৃত্যুসংবাদ বিজ্ঞাপন করিলেন। রাম পিতৃবিয়োগংবাদ শ্রবণে গম্ভীরভাবে রছিলেন, কিছুমাত্র শোক করিলেন না। ভরত এককালে শোকে বিহবল হইলেন। এমত সময়ে ফলমূল লইয়া কুমার লক্ষ্মণের সহিত সীতা প্রত্যাগমন করিলেন। রাম ভাবিলেন, লক্ষ্মণ ও সীতা পিতার মৃত্যুসংবাদে শোকবেগ সংবরণ করিতে পারবে না, সুতরাং ইহাদিগকে “পিতার পরলোক হইয়াছে” হঠাৎ এ কথা বলিলেই শোকে অধীর হইয়। উঠিবেক । তিনি এজন্ত কৌশল করিয়া তাহাদিগকে সম্মুখস্থ নদীর জলে অবতরণ করিতে আজ্ঞা দিল্প কহিলেন, “তোমরা অদ্য আসিতে কিঞ্চিৎ বিলম্ব করায় এই শাস্তি দিলাম।” তৎপরে এই কবিতাৰ্দ্ধ কহিলেন । “ইথ লক্ষন সীতাস উভ উত্তরখোদকানতি,