পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शब्र-विख्ठांन Ψίy'Υ BBB BBBBB BBBB BBBBBBB BBBBBBBB BBB BBS ষসর্গে মাদকম্। স্বরস্ত মৃদ্ধত স্নিগ্ধতা। কণ্ঠবিবরস্ত উরুতা মহত্তা চ । অর্থ-যাহ অনুচ্চ বা নীচ বলিয়া প্রতীত হয়, তাহাই অনুদাত্ত । ইহাও ছোট স্বর হইলে হইবে না । উচ্চারণ স্থানের নিম্ন বা নীচ ভাগ অষলম্বন করিয়া উঠাইলে তবে তাহ অনুদাত্ত হইবে । ইহার উচ্চারণকালে শরীর শিথিল ভাব অর্থাৎ মৃত্তা প্রাপ্ত হয়। স্বরটি মৃদু ও স্নিগ্ধ ভাৰে প্রকাশ পায় । কণ্ঠ-বিবর বড় হয় ( ই করিতে হয় ) । অমুদাত্ত স্বর কি ? তাহা এতদ্বারা বুঝিয়া লউন । 發 স্বরিত-“সমাহারঃ স্বরিতঃ ।” (প, ৩১ ) বৃত্তি—উদাত্তামুদাত্তস্বরসমাহারঃ স্বরিতঃ । তীে সমাহিয়েতে যস্মিন তন্ত স্বরিত ইত্যেষ সংজ্ঞ । অর্থাৎ যাহাতে কথিত দুই স্বরের (অমুদাত্ত ও উদাত্ত ) সংগ্ৰহ হয়, দুই স্বরের সমাবেশ বা সংযোগ হয়, তাহাই স্বরিত। “তস্ত আদিত উদাত্তমৰ্দ্ধত্ত্বস্বম" (প, ৩২ ) এই স্বরিত স্বরের প্রথমে অৰ্দ্ধমাত্রাত্মক অংশ উদাত্ত হইয়া অবশিষ্ট অনুদাত্ত হইবে অর্থাৎ উদাত্ত স্বরে আরম্ভ এবং অমুদাত্ত স্বরে সমাপ্তি। আরম্ভের পরেই গমকের (কম্পন ) মত ভঙ্গ থাকিবে । এতদ্ভিন্ন আর এক স্বর আছে, তাহার নাম “একশ্রুতি স্বর”। ইহাতে উদাত্তামুদাত্ত স্বরিতের বিভাগ থাকে না। অবিভাগে গীত হয়। দুর হইতে আহবান করিবার কালে ও রোদন সময়ে এই “একশ্রুতি” স্বর প্রকাশ পাইয়া থাকে। স্বরিত স্বর এতদ্বারা বুঝিয়া লইবার বিচিত্রতা নাই। কথিত আছে যে, বৈদিকগান হইতেই লৌকিক গান নিৰ্ম্মিত। তাহ সম্ভব বটে। আদিম কালের ত্রৈস্বর্যাগান উন্নত হইয়াই ক্রমে উনবিংশতি স্বর হইয়াছে।-(শুদ্ধশ্বর ৭, বিকৃত ১২ ) । এবং তহিবি কৌশল তিওর, তস্থপরি গমক মুছনাদির পরিপাটী বৃদ্ধি হওয়াতে লৌকিক গান এত ম হইয়াছে। পর পর উৎকর্ষসাধনই হইয়া থাকে । , s বৈদিক কালের উদাত্ত অনুদাত্ত স্বরিত স্বরের কথা এখন আর সঙ্গীত ব্যবসায়িদিগের মুখে শুনা যায় না। তাঁহাদের গ্রন্থে ইহার নাম গন্ধও মাই ।