পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর-বিজ্ঞান । Ed উচ্চতা বা ভজনের মিরূপক স্থান। কণ্ঠবিবরন্থ শিরা, পেশী, জিহ্বা ও ক্ষুদ্র জিহ্বা প্রভৃতি স্বর-ভেদক যন্ত্র বা চাপিবার সাধন বলিয়া নির্দিষ্ট আছে। হৃদয়াদিত্ৰিস্থানোৎপন্ন ক্রিবিধ ক্রমোচ্চ ধ্বনি তিনটার নামান্তর মন্দ্র, মধ্য, তার। হিন্দুস্থানীয় ভাষায় ইহাকে উদার, মুদারা, তার বলিয় থাকে। মক্স স্বরের যে ওজন, মধ্যস্বর তাহার দ্বিগুণিত, এবং তারস্বর তাহার দ্বিগুণিত। সঙ্গীত দর্পণকার ইহা স্পষ্ট করিয়া বলিয়াছেন ; যথা— “হৃদি মন্দ্রে গলে মধ্যে মুদ্ধি, তার ইতি ক্ৰমাৎ । দ্বিগুণঃ পুৰ্ব্বপুৰ্ব্বন্মাদয়ং স্যাঙ্গুত্তরোত্তরঃ ॥ এবং শারীরবীণায়াং দারব্যাঞ্চ বিপৰ্য্যয়ঃ ॥” প্রযত্ন দ্বারা উদ্ধভাগ চাপিয়া নাভি বা হৃদয়-কন্দর হইতে ধ্বনি বাহির করিলে প্তাহ মন্দ্র, উদ্ধ ও অধোভাগ চাপিয়া কেবল গল-গহবর বিস্তৃত করিয়া ধ্বনি করিলে তাহ মধ্য, হৃদয় পৰ্য্যন্ত চাপিয়া ( প্রযত্ন দ্বারা) তালু স্থান হইতে ধ্বনি বহির্গত করিলে তাহা তার । ইহার পর পর দ্বিগুণ-ওজন-যুক্ত, কিন্তু কাষ্ঠরচিত বীণায় ইহার ব্যতিক্রম আছে । সে ব্যতিক্রম এইরূপ—শরীর যন্ত্রের নিম্নভাগ হইতে উপরে উঠিলে উচ্চ হয়, আর সেতার বা বীণার উপর হইতে নীচে আসিলে উচ্চ হয় । একমাত্র খাড়া ধ্বনিকে এইরূপ প্রভেদ করিয়া আদিম কালে ত্ৰৈস্বৰ্য্য গান প্রস্তুত হইয়াছিল । ক্রমে তদ্রুপ পন্থী অবলম্বন করিয়া তৎপরবর্তী কালে সপ্তশ্বরের স্বষ্টি হয় । যথা—কোহলীয় সঙ্গীতগ্রন্থে— “তং নাদং সপ্তধাহকাষীৰ্ত্তথা ষড় জাদিভিঃ স্বরৈঃ।” সেই অাছত ও অনাহত দ্বিবিধ নাদ-নামক ধ্বনিকে সপ্ত প্রকারে ভেদ করিয়া তাহাতে ষড় জাদি স্বরের (স—ঋ—গ—ম—প—ধ—নি—) ব্যবস্থা করিয়াছেন । এই ষড় জাদি স্বরগুলি স্থল, ইহারই স্বল্প স্বশ্ন ওজনঘটিত অংশগুলির নাম শ্রুতি । ংগীতজ্ঞ পণ্ডিতেরা বলেন যে, নাদাত্মক ধ্বনি হইতে শ্রুতি নির্ণয় করিয়া তাছার দ্বারাই ষড় জাদি স্বরের শরীর গঠিত হইয়াছে এবং সেই স্বর হইতে মুর্ছনাদির জন্ম হইয়াছে । যথা— BR