পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর-বিজ্ঞান । ஆடி বা উত্তরোত্তর সম-পরিমাণে উচ্চ নছে। সুতরাং তাছা ঠিক সমান সাত ভাগ নহে। সমান সাত ভাগ না হইবার হেতু এই যে, স্বরগুলিকে ছোট বড় নানা আকারে প্রকাশ করিতে না পারিলে গান ক্রিয়া উত্তম হয় না । অতএব সেই নুনাধিক সাত ভাগকে একটা নির্দিষ্ট নিয়মের অনুগত রাখিবার উপায়াস্তর অবলম্বন করিতে হইবে। সে উপায় এই—পূৰ্ব্বোক্ত অখণ্ড দওীয়মান ধ্বনি-রেখাকে সাত ভাগ না করিয়া, ২২ ভাগ করিয়া তাহার ২ । ৩ । ৪ অংশ একত্র করিয়া এক একটা স্বরকে এক একটা নির্দিষ্ট নাম দিয়া গ্রহণ কর। তাছা হইলে দেখিতে পাইবে যে, সপ্তধা বিভক্ত স্বরের মধ্যে কোনটিতে ২ । কোনটিতে ৩ । কোনটিতে ৪ বিন্দু আছে। এই বিন্দুগুলিই শ্রুতি। এইরূপ শ্রীতি নির্ণয় করিয়া স্বর নিৰ্ম্মাণ করিবার দ্বিতীয় ফল এই যে, শ্রুতির হ্রাস বৃদ্ধি করিয়া লইলে সেই সেই স্বর বিকৃত হইয়া এক একটা অভিনব আকারের স্বর হইবে। এই জন্তই কি মন্তব্যকণ্ঠ, কি বীণাতন্ত্রী, কি অন্ত কোন বস্তুজাত, ধ্বনির নীচ হইতে উচ্চত-যুক্ত ধ্বনিরেখাকে ২২ অংশ করিয়া ২২ শ্রুতি অবধারিত করা হইয়াছে। এই ২২ শ্রুতিতে ৭ শ্বর শুদ্ধ এবং তাহার হ্রাস বৃদ্ধি করির বিকৃত ১২ স্বর রচনা করিবার প্রথা নিম্নলিখিত রেখা দৃষ্টে অনুভব করা যাইতে পারে। 響 ১–|}} এই একত্রিত চাৰি শক্তির নাম সা অর্থাৎ ষড়জ । ২—: } এই একত্ৰিত তিন শ্রুতিতে রি অর্থাৎ খবভ। . } এই একত্রিত দুই শ্রুতিতে গ অর্থাৎ গান্ধার। এই একত্রিত চারি শ্রুতিতে ম অর্থাৎ মধ্যম । } :لسه } এ এৰি চাৰিজিত অংশ। —|: } এই একত্রিত তিন শ্রুতিতে ধ অর্থাৎ ধৈবত। ৭—|: } এই একত্রিত দুই শ্রুতিতে নি অর্থাৎ নিষাদ । এপ্তি ও ঐতিতে স্বর স্থাপনার বিষয় পাদদেব ও সিংহ তুপাল অক্তি শিপে উপদেশ করিয়াছেন। তাহারা বলেন, শ্রুতি ও স্বর কি? যদি