পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e is बैंडिशंनिक-ब्रइन्छ !-छूउँौग्न छांश । অর্থাৎ গীতের প্রারম্ভে যে স্বয় স্থাপন করা যায়, তাহার নাম গ্রহশ্বর। যে শ্বরে গিয়া গীতটি সমাপ্ত হয়, তাহাকে স্থাসম্বর এবং প্রয়োগ কাল মধ্যে যে যে স্বর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, তাহাঁকে অংশস্বর বলে। আবার কাব্যের স্তায় গানেও অলঙ্কার আছে। গানের অলঙ্কার কি, তাহা গীতানভিজ্ঞদিগের বোধগম্য করিবার নিমিত্ত এস্থলে তাহার আংশিক লক্ষণ ব্যক্ত করিতেছি। “বিশিষ্ট-বর্ণ-গন্ধৰ্ভমলঙ্কারং প্রচক্ষতে। * একৈকস্তাং মূর্ছনায়াং ত্ৰিষষ্টিরুদিতা বুধৈঃ।” বিশেষ বিশেষ বর্ণ ( স্থায়িপ্রভৃতি ) সন্দর্ভের নাম অলঙ্কার। সংগীতজ্ঞ পণ্ডিতেরা বলিয়াছেন যে, এক এক মূর্ছনাতে ৬৩টি করিয়া অলঙ্কার আছে। অলঙ্কারের প্রস্তারের অর্থাৎ সাজান নিয়মেব নিদর্শন স্বরূপ একটি উদাহবণ এই –সরি সরি গ, রিগ রিগ ম, গম গম প, মপ মপ ধ, পথ পধ নি, ধনি ধনি স । ( এইটি দ্বিতীয় ) স রি গ, রি গ ম, গ ম প, ম প ধ, প ধ নি, ধ নি স । এইরূপ স্বর প্রস্তারের নাম অলঙ্কার। কলাবতেরা ইহা অত্যধিক ব্যবহাঁর করিয়া থাকেন। অলঙ্কারের অত্যধিক ব্যবহারে কি মনুষ্য, কি কাব্য, কি সঙ্গীত কাহারও শোভা থাকে না । স্বরবিজ্ঞানের বিষয় অত্যধিক বিস্তার না করিয়া এই স্থানেই শেষ করি লাম। এতদ্বারা অনুভূত হইবে যে, এক মাত্র ধ্বনি অবলম্বন করিয়া পূৰ্ব্বচাৰ্য্যের কতদূর পর্য্যন্ত মনশ্চালনা করিয়াছিলেন।•

  • সকৃতজ্ঞচিত্তে স্বীকার করিতেছি যে, এই প্রস্তাবটি লিখিবার সময় আমার পরমবন্ধু সঙ্গীত শাস্ত্রে বিশেষ বুৎপন্ন হুগলী নিবাসী জীযুক্ত বাবু সারদাচরণ ঘোষ জামার

জনেক সহায়তা করিয়াছেন ।